তেহরান (ইকনা): ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইরাকি সরকার এই বছর ইমাম হুসাইন (আ.)এর আরবাইন তথা চল্লিশার সময় জিয়ারতকারীদের অধিক সুবিধা প্রদান করবে। এসব সুবিধা অনুযায়ী, করোনা পরিস্থিতির উন্নতির কারণে আকাশ ও স্থল সীমান্ত থেকে আরবাইন সময় জিয়ারতকারীদের জন্য সহজে ইরাকে প্রবেশ করা সম্ভব হবে।
06:48 , 2022 Jun 27