ইকনা- আজকের কোলাহলপূর্ণ ও দ্রুতগতির জীবনে মানুষ মাঝে মাঝে একটি ক্ষণিকের বিরতি ও মানসিক প্রশান্তির প্রয়োজন অনুভব করে। এই প্রেক্ষাপটে ‘‘ওহির সুর’’ (নওয়ায়ে ওহী) শিরোনামের ধারাবাহিকটি পবিত্র কোরআনের সবচেয়ে মনোমুগ্ধকর আয়াতসমূহ নিয়ে, বিখ্যাত কণ্ঠশিল্পী বেহরোজ রেজভি–এর আবৃত্তিতে, দর্শক-শ্রোতাদেরকে একটি আধ্যাত্মিক ও সঞ্জীবনী ভ্রমণের দিকে আহ্বান জানায়। সংক্ষিপ্ত হলেও গভীর এই সিরিজটি সামান্য সময়ের মধ্যেই হৃদয়ে এনে দেয় প্রশান্তি, আশা এবং মননের স্বচ্ছতা।
13:55 , 2025 Nov 18