ইকনা- দীর্ঘদিন গৃহযুদ্ধ শেষে সিরিয়ার মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। যুদ্ধে ধ্বংস হওয়া ঘর, বাড়ি, অবকাঠামোগুলো পুনর্গঠনে আত্মনিয়োগ করেছে তারা। যেসব গ্রাম ও শহর বছরের পর বছর পরিত্যক্ত ছিল সেখানেও পদচিহ্ন পড়ছে মানুষের। তবে সিরিয়ানরা সবার আগে সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করতে চায়।
08:15 , 2025 Jul 04