ইকনা- পবিত্র কোরআনে আসহাবুল উখদুদ তথা খাদের অধিবাসীদের কাহিনি এমন এক অনন্য ইতিহাসের কথা তুলে ধরে, যা সত্যের প্রতি অবিচল ও ঈমানের দৃঢ়তা এবং আত্মত্যাগের সর্বোচ্চ নিদর্শন। যারা মূলত জালেম শাসকের জুলুমের কাছে মাথা নত করতে অস্বীকৃতি জানিয়েছিল। তাদের ইতিহাস আমাদের নিয়ে যায় ইয়েমেনের হিমিয়ার রাজবংশের শেষ শাসক জু নুওয়াসের শাসনামলে, আনুমানিক ৫২০ খ্রিস্টাব্দে। সে ছিল এক নিষ্ঠুর ও অত্যাচারী শাসক।
00:02 , 2026 Jan 07