ইকনা- ইরানের সংস্কৃতি ও ইসলামী নির্দেশনা মন্ত্রণালয়ের অধীনস্থ উচ্চ কুরআন ও আহলে বাইত কেন্দ্রের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হামিদরেজা আরবাব-সুলাইমানী জানিয়েছেন, আগামী মার্চ মাসের শুরুতে (এসফান্দ মাসের প্রথম দিকে) ৩৩তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী শুরু হবে। এবারের প্রদর্শনীতে নাহজুল বালাগা ও সহিফায়ে সাজ্জাদিয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং এই দুটি গ্রন্থের সবচেয়ে সাবলীল ও সহজবোধ্য ফার্সি অনুবাদগুলো প্রদর্শিত ও পুরস্কৃত হবে। এছাড়া কিশোর-কিশোরীদের জন্য বিশেষ কর্মসূচি রাখা হয়েছে।
13:56 , 2026 Jan 21