IQNA

পবিত্র রমজান মাসের প্রথম দিনের দোয়া

12:43 - March 12, 2024
সংবাদ: 3475228
ইকনা - ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত: রাসূলুল্লাহ (সা) রমজান মাসে এই দোয়া পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে এই দোয়াগুলো রয়েছে।

পবিত্র রমজান মাসের প্রথম দিনের দোয়ার আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ:
 
اَللّـهُمَّ اجْعَلْ صِیامی فیهِ صِیامَ الصّائِمینَ، وَقِیامی فیهِ قیامَ الْقائِمینَ، وَنَبِّهْنی فیهِ عَنْ نَوْمَةِ الْغافِلینَ، وَهَبْ لى جُرْمی فیهِ یا اِلـهَ الْعالَمینَ، وَاعْفُ عَنّی یا عافِیاً عَنْ الُْمجْرِمینَ
 
উচ্চারণ: আল্লাহুম্মাজআ’ল সিয়া-মি ফি-হি সিয়া-মাস সা-ইমিন; ওয়া ক্বিয়া-মি ফি-হি ক্বিয়া-মাল ক্বা-ইমিন; নাব্বিহনি ফি-হি আ’ন নাওমাতিল গা-ফিলিন; ওয়াহাবলি জুরমি ফি-হি ইয়া ইলাহিল আ’-লামিন; ওয়া’ফু আন্নি ইয়া আ’-ফিয়ান আ’নিল মুজরিমিন।
 
অর্থ: হে আল্লাহ ! আমার আজকের রোজাকে প্রকৃত রোজাদারদের রোজা হিসেবে গ্রহণ কর। আমার নামাজকে কবুল কর প্রকৃত নামাজীদের নামাজ হিসেবে। আমাকে জাগিয়ে তোলো গাফিলতির ঘুম থেকে। হে জগত সমূহের প্রতিপালক! এদিনে আমার সব গুনাহ মাফ করে দাও। ক্ষমা করে দাও আমার যাবতীয় অপরাধ। হে অপরাধীদের অপরাধ ক্ষমাকারী।
 
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রথম রমজানের প্রত্যেক নামাজসহ ইবাদাত-বন্দেগিতে এ দোয়ার মাধ্যমে তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করে নৈকট্য অর্জন করার তাওফিক দান করুন।
পবিত্র রমজান মাসের প্রথম দিনের দোয়া
ট্যাগ্সসমূহ: পবিত্র ، রমজান ، মাস ، রোজা ، দোয়া
captcha