IQNA

সব মুসলমানের উচিত ফিলিস্তিনি জনগণকে সাহায্য করা, তাদের অধিকার পুনরুদ্ধার করা

0:01 - October 11, 2023
সংবাদ: 3474479
তেহরান (ইকনা): অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রেক্ষাপটে ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি।

সব মুসলমানের উচিত ফিলিস্তিনি জনগণকে সাহায্য করা, তাদের অধিকার পুনরুদ্ধার করাতিনি বলেন, চলমান বাস্তবতায় সব মুসলমানের উচিত ফিলিস্তিনি জনগণকে সাহায্য করা এবং তাদের অধিকার পুনরুদ্ধার করা।

ইরাকের এ শীর্ষ আলেম গতকাল (সোমবার) এক বার্তায় বলেন, "ফিলিস্তিনের মুসলিম জনগণের সাহায্যে এগিয়ে আসার জন্য এবং সাহায্যের জন্য তাদের চিৎকারে সাড়া দিতে আমরা সমস্ত মুসলমানের প্রতি আহ্বান জানাই।" গ্র্যান্ড আয়াতুল্লাহ সিস্তানি বলেন, আগ্রাসীদের হত্যাযজ্ঞ থেকে ফিলিস্তিনিদের বাঁচাতে এবং ছিনতাই হয়ে যাওয়া তাদের অধিকার ফিরিয়ে দিতে সাহায্য করুন।

তিনি আরো বলেন, দখলদারদের কবল থেকে ইসলামি ভূমি ও ফিলিস্তিনকে অবশ্যই নিরাপদ করতে হবে।

দখলদার ইহুদিবাদীদের লাগাতার হত্যা ও অপরাধযজ্ঞের বিরুদ্ধে গত শনিবার ফিলিস্তিনের হামাস ও জিহাদ আন্দোলনসহ কয়েকটি প্রতিরোধকামী সংগঠন ইসরাইলের অভ্যন্তরে অভিযান চালাচ্ছে। এরপর ইসরাইল নজিরবিহীনভাবে তিন লাখ রিজার্ভ সেনা তলব করেছে এবং গাজার বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের ঘোষণা দিয়েছে। এরইমধ্যে তারা গাজার ওপর ব্যাপকভাবে বিমান হামলা শুরু করেছে। পার্সটুডে

captcha