IQNA

অনলাইনে বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে কানাডার মুসলমানদের ক্যাম্পেইন

0:01 - October 11, 2021
সংবাদ: 3470799
তেহরান (ইকনা): কাউন্সিল অফ মুসলিম উইমেন অব কানাডা (CCMW) ইসলামোফোবিয়া এবং অনলাইন বিদ্বেষের বিরুদ্ধে একটি মিডিয়া ক্যাম্পেইন শুরু করেছে।

অনলাইন প্ল্যাটফর্মে মুসলিম নারীদের প্রতি ঘৃণ্য আচরণ প্রতিরোধে ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে কানাডিয়ান কাউন্সিল অব মুসলিম উইমেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অফলাইনে ইসলামবিদ্বেষ ও ঘৃণাসুলভ আচার-ব্যবহার প্রশমিত করতে এ উদ্যোগ নেওয়া হয়। হেশট্যাগহেটটুহেলিং নামে ক্যাম্পেইনটি ইসলামী ঐতিহ্যের মাস অক্টোবর উপলক্ষে শুরু হয়।
 
প্রকল্পের ম্যানেজার ফিরদাউস আলী জানান, ডিজিটাল বর্ণবাদবিরোধী শিক্ষা প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে কানাডিয়ান মুসলিম কাউন্সিল অব মুসলিম উইম্যানের (সিসিএমডাব্লিও) তত্ত্বাবধানে শুরু হয়। ঘৃণা, বর্ণবাদ ও ইসলামফোবিয়ার মধ্যে মুসলিম নারীদের সংগ্রামমুখর জীবনযাপনের অভিজ্ঞতা নিয়ে ১৫টি ভিডিও তৈরি করা হয়।
 
তিনি আরো বলেন, ‘ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন জটিল বিষয় তুলে ধরা হবে। গল্পের ভঙ্গিমায় বর্ণবাদ, ইসলামোফোবিয়া, হোমোফোবিয়া, যৌনতা ও অন্যান্য বিষয়, যা নিয়ে সাধারণত সবাই নীরব থাকে তা তুলে ধরা হবে।’
 
‘আমরা আশা করব, আমাদের ভিডিওগুলো বার্তার মাধ্যমে ঘৃণ্য আচরণ থেকে সুরক্ষা পেয়ে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য প্ল্যাটফর্মে নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করবে। ঘৃণার মহামারি থেকে রক্ষা পেতে ও একসঙ্গে অনেক দূর এগিয়ে যেতে তা আমাদের সহায়তা করবে।’
 
কানাডার সর্বত্র বর্ণবাদ, ঘৃণা-প্ররোচিত সহিংসতা ও কট্টর ডানপন্থী গোষ্ঠীর বিস্তার নিয়ে সেখানকার মুসলিমদের মধ্যে গভীর উদ্বেগ বাড়ছে। গত কয়েক বছরে কানাডায় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণ্য আচরণের হার আগের চেয়ে বহুগুণ বেড়েছে। সাধারণত ১৮-২৪ বছর বয়সী নারীরা অনলাইন প্ল্যাটফর্মে হয়রানির শিকার হয়েছেন।
captcha