IQNA

এবার লকডাউন হলো তিউনিসিয়া

21:18 - March 21, 2020
সংবাদ: 2610454
তেহরান (ইকনা)- তিউনিসিয়ায় করোনাভাইরাসের বিস্তাররোধে সাধারণ লকডাউন জারি করা হয়েছে। এর ফলে মানুষের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট এই ঘোষণা দিয়েছেন।

টেলিভিশনে প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট কায়েস সাইয়েদ বলেন, ভয় বা আতঙ্কের কিছু নেই। রাষ্ট্র আপনাদের পাশে আছে।

তিনি বলেন: “আমি তিউনিসিয়ার জনগণকে বাসায় থাকার ও শুধু জরুরি প্রয়োজনে বের হওয়ার আহ্বান জানাচ্ছি। রাষ্ট্র খাবার ও স্বাস্থ্য ও নিরাপত্তার মতো জরুরি সেবা প্রদান করবে”।

দেশটির সরকার সেদেশের জনগণকে নিজ শহর ব্যতীত অন্য শহরে ভ্রমণ করতে নিষেধ করেছেন।

এরই মধ্যে দেশটি ক্যাফে, রেস্তোরাঁ ও মসজিদ বন্ধ ঘোষণা করেছে। ব্যাংক সূত্রের বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে, দরিদ্রদের জন্য আগামী ছয় মাস ঋণ পরিশোধ স্থগিত রাখবে তিউনিসিয়ার ব্যাংকগুলো। ভাইরাসের প্রভাবে সামাজিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় সহযোগিতার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

করোনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এপর্যন্ত তিউনিসিয়ায় করোনাভাইরাসে ৫৪ জন আক্রান্ত হয়েছেন। iqna

captcha