IQNA

আফগানিস্তানের হেরাতে সংঘর্ষের ফলে সামরিক বাহিনীর ৯ সদস্য নিহত

21:46 - July 06, 2019
সংবাদ: 2608843
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের নিরাপত্তা কর্মকর্তা ঘোষণা করেছে, এই প্রদেশের কারখ গ্রামের নিরাপত্তা চেকপয়েন্টে তালেবানের হামলার ফলে নিরাপত্তা বাহিনীর ৯ জন সদস্য নিহত এবং ৭ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হেরাতের পুলিশ মুখপাত্র আব্দুল আহাদ ওলীজাদে বলেছেন: সরকারের সশস্ত্র বাহিনীর বিরোধী গোষ্ঠী গতকাল (৫ম জুলাই) হেরাত প্রদেশের কারখ গ্রামের মায়লুমা এলাকার চেকপয়েন্টে হামলা চালায়। এসময় নিরাপত্তা বাহিনী বাধা প্রয়োগ করলে সংঘর্ষের সৃষ্টি হয়।

আব্দুল আহাদ ওলীজাদে আরও বলেন: এই সংঘর্ষ রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত অব্যাহত ছিল। এই সংঘর্ষের ফলে তালেবানের ঊর্ধ্বতন কর্মকর্তা মোল্লা গাউস উদ্দিন সহকারে তালেবানের মোট ৯ জন সদস্য নিহত এবং ১৫ জন আহত হয়েছে।

কিছু সংবাদ উৎসের প্রতিবেদন অনুযায়ী, তালেবানের সাথে নিরাপত্তা বাহিনীর এই সংঘর্ষের ফলে ৭ নিরাপত্তা কর্মী নিহত এবং অপর ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এই গ্রামের পুলিশ প্রধান লতিফ আচকাগী রয়েছেন।

উল্লেখ্য যে, গত সপ্তাহের আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী হামলার ফলে ৩৬ জন নিহত হয়েছেন। iqna

 

 

captcha