IQNA

পবিত্র রমজান মাসের দ্বিতীয় দিনের দোয়া

2:02 - May 08, 2019
সংবাদ: 2608503
ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত: রাসূলুল্লাহ (সা) রমজান মাসে এই দোয়া পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে এই দোয়াগুলো রয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র রমজান মাসের দ্বিতীয় দিনের দোয়ার আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ:

اَللّـهُمَّ قَرِّبْنی فیهِ اِلى مَرْضاتِکَ، وَجَنِّبْنی فیهِ مِنْ سَخَطِکَ وَنَقِماتِکَ، وَوَفِّقْنی فیهِ لِقِرآءَةِ ایـاتِکَ بِرَحْمَتِکَ یا اَرْحَمَ الرّاحِمینَ .

উচ্চারণ : আল্লাহুম্মা ক্বাররিবনি- ফি-হি ইলা মারদা-তিক; ওয়া জাননিবনি- ফি-হি মিন সাখাত্বিকা ওয়া নাক্বিম্মা-তিক; ওয়া ওয়াফফিক্বনি- ফি-হি লিক্বিরাআতি ইয়্যা-তিকা বিরাহমাতিকা ইয়া আরহামার রা-হিমি-ন।

অর্থ: হে আল্লাহ! তোমার রহমতের উসিলায় আজ আমাকে তোমার সন্তুষ্টির কাছাকাছি নিয়ে যাও। দূরে সরিয়ে দাও তোমার ক্রোধ আর গজব থেকে আমাকে তৌফিক দাও তোমার পবিত্র কুরআনের আয়াত তেলাওয়াত করার হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াময়

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দ্বিতীয় রমজানের প্রত্যেক নামাজসহ ইবাদাত-বন্দেগিতে এ দোয়ার মাধ্যমে তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করে নৈকট্য অর্জন করার তাওফিক দান করুন। আমিন।

captcha