IQNA

সৌদি আরবের শিয়ারা আগামীকাল থেকে রোজা রাখবে

23:51 - May 06, 2019
সংবাদ: 2608489
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের শিয়া অধ্যুষিত এলাকা কাতিফের শিয়া মুসলমানেরা আগামীকাল (৭ম মে) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: কাতিফে বসবাসরত শিয়া মুসলমানেরা ঘোষণা করেছে, রবিবার সন্ধ্যায় আকাশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আর এজন্য আজ শাবান মাসের ৩০ তারিখ।

কাতিফ প্রদেশের চাঁদ দেখা কমিটিও গতকাল ঘোষণা করেছে, রবিবার সন্ধ্যায় আকাশে ধুলো থাকার কারণে চাঁদ দেখা যায়নি। চাঁদ না দেখতে পারার জন্য সোমবার শাবান মাসের ৩০ তারিখ ঘোষণা করা হল।

এদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট আজকে পবিত্র রমজান মাসের প্রথম দিন নির্ধারণ করেছে।

ইরাকের গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী সিস্তানি সাহেবও মঙ্গলবার পবিত্র রমজান মাসের প্রথম দিন ঘোষণা করেছেন।

ইরান, মরক্কো, কমোরোস ও ওমানসহ বেশ কয়েকটি দেশে আগামীকাল থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।

মিশর, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, জর্ডান, ইরাক (সুন্নি এন্ডোভমেন্ট অফিস), ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, সুদান, লিবিয়া, তিউনিশিয়া, আলজেরিয়া, জিবুতি, সোমালিয়া, তুরস্ক, আজারবাইজান এবং অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশে সোমবার রোজা শুরু হয়েছে। iqna

 

 

 

captcha