IQNA

গোলান মালভূমি সিরিয়ার সম্পদ: দশম প্যাট্রিক ইয়াহানা

17:10 - April 30, 2019
সংবাদ: 2608447
আন্তর্জাতিক ডেস্ক: দশম প্যাট্রিক ইয়াহানা বলেছেন: গোলান হাইটস সিরিয়ার সম্পদ এবং শেষপর্যন্ত সিরিয়ারই থাকবে।

বার্তা সংস্থা ইকনা: দশম প্যাট্রিক ইয়াহানা গতকাল দামেস্কের মারিয়াম চার্চের পবিত্র অনুষ্ঠানে বলেছেন: আমরা সিরিয়ার প্রতি ইঞ্চির অখণ্ডতা বিশেষ করে গোলান মালভূমির অখণ্ডতার জন্য দোয়া করবো। গোলাম আমাদের আরবদের অন্তর এবং এই অঞ্চলটি চিরকালের জন্য সিরিয়ার হয়ে থাকবে।

তিনি বলেন: গোলান মালভূমিকে ইহুদিবাদী ইসরাইলের অধীনে দেওয়া অধিকার এই পৃথিবীর কোন ব্যক্তির নেই। এই গোলামে হযরত ঈসা (আ.)কে তায়মিদ গোসল (পবিত্র হওয়ার জন্য বিশেষ গোসল যা খ্রিস্টান ধর্মের মধ্যে বিরাজ রয়েছে) দেওয়া হয়েছে। এটি পূর্বাঞ্চলীয় এবং খ্রিস্টানদের পরিচয়ের একটি অংশ।  iqna

captcha