IQNA

সিরিয়া থেকে ইরাকে মার্কিন সেনাদের স্থানান্তর

3:49 - January 05, 2019
সংবাদ: 2607685
আন্তর্জাতিক ডেস্ক: দেইর আয-যারের সিভিল কাউন্সিলের একটি সূত্র ঘোষণা করেছে: মার্কিন সেনাদের একটি দল ইরাকের কুর্দিস্তানের উদ্দেশ্য সিরিয়া ত্যাগ করেছে।

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার গণতান্ত্রিক বাহিনীর (কাসাদ) অন্তর্গত দেইর আয-যারের সিভিল কাউন্সিলের সূত্রের উদ্ধৃতি দিয়ে জার্মানের সংবাদ সংস্থা ঘোষণা করেছে: হিমার, হামি, বর্মযুক্ত গাড়ি এবং অস্ত্র ও গোলাবারুদসহ প্রায় ১০০টি বড় ট্রাক দেইর আয-যারের ত্যাগ করে হাসাকা এলাকার দিকে রওনা হয়েছে।
এই উৎস গুরুত্বারোপ করে বলেছে: মার্কিন যুক্তরাষ্ট্রের এসকল সজোয়া যান সিরিয়ার দুহুক প্রদেশের জাকো শহরের সিমলকা বর্ডার হয়ে ইরাকের কুর্দিস্তানেপৌঁছাবে।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ১৯শে ডিসেম্বর সিরিয়ায় দায়েশের বিরুদ্ধে তাদের জয়ের বিষয়টি ঘোষণা করে সেদেশ থেকে তাদের সেনা প্রত্যাহার করবে বলে ঘোষণা করেছে।
iqna

 

captcha