IQNA

সিরিয়া থেকে ইরাকে মার্কিন সামরিক অস্ত্র স্থানান্তর

15:48 - December 31, 2018
সংবাদ: 2607652
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার স্থানীয় উৎস জানিয়েছে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় 'হাশকা' শহরের একটি গোলাবারুদের গুদাম থেকে মার্কিন সামরিক বাহিনীর সামরিক সরঞ্জাম ইরাকে স্থানান্তর করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এ ব্যাপারে সিরিয়ার স্থানীয় উৎস ঘোষণা করেছে: এসকল অস্ত্র ও সামরিক যন্ত্রপাতি ট্রলিবাসে করে ৫০ জন মার্কিন সেনা সিরিয়া থেকে ইরাকে নিয়ে গিয়েছে।
এছাড়াও, মার্কিন সেনা বাহিনী গতকাল হাশকা প্রদেশের মালিকিয়া শহরের ঘাটি থেকে পশ্চাদপসরণ করেছে। এটিই প্রথম বেস, যা মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের পরপরই দ্রুত সরিয়ে নেয়া হয়েছে। এই বেসে মোট ২০০ মার্কিন সেনা ছিল।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ২৭মে ডিসেম্বর আল-আনবার প্রদেশে আসাদ এয়ার বেসে মার্কিন সেনাদের সাথে এক সাক্ষাৎকারে বলেছে: সিরিয়ায় যদি আমাদের কোন কাজ করার প্রয়োজন হয়, তাহলে আমরা ইরাকের ঘাটি ব্যবহার করব।
iqna

 

captcha