IQNA

মার্কিন কারাগারে ইসলামের প্রতি প্রবণতা বৃদ্ধি পাচ্ছে

22:36 - December 02, 2018
সংবাদ: 2607416
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার কারাগারে হাজার হাজার নিগ্রো বন্দীরা ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছেন।

বার্তা সংস্থা ইকনা: বন্দীদের জেলখানায় বই পড়া ছাড়া অন্য কোন কাজ নেই। তারা হযরত মুহাম্মাদ (সা.)কে তাদের আদর্শ হিসেবে গ্রহণ করেছেন এবং বন্দীদশা থেকে মুক্তি পাওয়ার পর তার সমাজের জন্য উত্তম মানুষে পরিণত হবে।
মুসলিম বন্দিরা বলেছেন: "যখন আমরা কারাগার থেকে মুক্তি পাবো, বিশ্বকে বলবো যে, মিডিয়ায় যা দেখানো হয় তা প্রকৃত ইসলাম নয়।"
পাঁচ বছর পর মুক্তি পাওয়া এক নওমুসলিম তার আচরণ শুদ্ধ হওয়ার ব্যাপারে বলেন: ইতিহাস পড়লে দেখা যায় যে, হযরত মুহাম্মাদ (সা.)এর সাথীরা অনেক কম ছিলেন। আর এই কারণেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার এক শতাংশেরও কম মুসলিম অধিবাসী রয়েছে। অধিকাংশ মুসলমানেরা সেদেশের পূর্বাঞ্চলীয় প্রদেশে জীবন যাপন করেন।
iqna

 

captcha