IQNA

ইসরাইলকে কঠোরভাবে সতর্ক করল লেবাননের হিজবুল্লাহ

15:31 - December 01, 2018
সংবাদ: 2607411
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের উদ্দেশ্যে ভিডিও বার্তা পাঠিয়ে সতর্ক করে দিয়ে বলেছে, লেবাননে আগ্রাসন চালানো হলে তেল আবিবকে অনুতপ্ত হতে হবে।

বার্তা সংস্থা ইকনা: গতকাল (শুক্রবার) প্রকাশিত ভিডিও বার্তায় ইহুদিবাদী ইসরাইলের বিমান বাহিনীর ঘাঁটি, তেল আবিবে সামরিক দফতর, তেল শোধানাগার এবং দিমোনা পরমাণু কেন্দ্রসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থিত বিভিন্ন কৌশলগত অবস্থানের স্যাটেলাইট ইমেজ এবং সুস্পষ্ট মানচিত্র দেখা যাচ্ছে। এছাড়া, ভিডিওতে দেখা যাচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা রকেট নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে এবং সে সময় সংগঠনটির প্রধান সাইয়্যেদ নাসরুল্লাহকে বলতে শোনা যাচ্ছে-লেবাননে প্রতিটি হামলার কঠোর জবাব দেয়া হবে।
হিব্রু ভাষায় লেখা সাব টাইটেলের ভিডিও বার্তা শেষ হয়েছে ইসরাইলকে কড়া হুঁশিয়ারি দেয়ার মাধ্যমে। সেখানে বলা হয়েছে, "যদি হামলা চালানোর মতো দুঃসাহস দেখাও তাহলে মারাত্মকভাবে অনুতপ্ত হতে হবে।" চলতি সপ্তাহের শুরুতে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহসহ পরিকল্পিত হত্যার আহ্বান জানিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের একজন সেনা কমান্ডার। নাসরুল্লাহকে হত্যা করতে পারলে তা হিজবুল্লাহর জন্য বড় বিপর্যয় হবে বলেও উল্লেখ করতেন তিনি।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর নেতৃত্বাধীন হিজবুল্লাহর প্রবল প্রতিরোধ আন্দোলনের মুখে ইহুদিবাদী ইসরাইল ১৯৯৯ সালে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়। এ ছাড়া, ২০০৬ সালে লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে হিজবুল্লাহর কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় তেল আবিব। যে ইসরাইল ১৯৬৭ সালে সম্মিলিত আরব বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে মাত্র সাত দিনেই বিজয় অর্জন করেছিল সেই ইসরাইলি বাহিনীকে ২০০৬ সালে ৩৩ দিন পর্যন্ত ঠেকিয়ে রাখতে সক্ষম হয় হিজবুল্লাহ।
iqna

captcha