IQNA

মিশরে নতুন "আবুল হুল" মূর্তির সন্ধান

23:32 - August 05, 2018
সংবাদ: 2606383
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের আল-আকসার প্রদেশে নতুন "আবুল হুল" মূর্তির সন্ধান পাওয়া গিয়েছে।

নামাযে একাগ্রতা বজায় রাখার উপায় কি?

বার্তা সংস্থা ইকনা: মিশরের আল-আকসার প্রদেশের প্রত্নতত্ত্ব সংস্থার মহাপরিচালক "মুহাম্মাদ আব্দুল আজিজ" ঘোষণা করেছেন: আল-আকসার উপাসনালয় থেকে আল-কারনাক উপাসনালয়ের সংযোগ রোড আল-কাবাশ সংস্কারের সময় একটি নতুন "আবুল হুল" মূর্তির সন্ধান পাওয়া গিয়েছে।
তিনি বলেন: ভূগর্ভ থেকে এই মূর্তিটি উঠানোর চেষ্টা অব্যাহত রয়েছে। সাধারণত আবুল হুল মূর্তিগুলোর শরীর সিংহের এবং মাথাটি মানুষের সমন্বয়ে গঠিত।
আল-আকসার প্রদেশের প্রত্নতত্ত্ব সংস্থার মহাপরিচালক বলেন: মূর্তিটির অবস্থান এমন স্থানে রয়েছে, যেখান থেকে সরাসরি উত্তোলন করা সম্ভব নয়।
তিনি বলেন: এই মূর্তিটি পরিদর্শন করার জন্য মিশরীয় পুরাতত্ত্ব মন্ত্রী খালিদ আল-আনানি গতকাল ঘটনাস্থলে উপস্থিত হন।
iqna

 

captcha