IQNA

ভাস্কর্য সরানোয় ইসলাম ধর্মসহ অন্য সব ধর্মের প্রতি সম্মান জানানো হয়েছে: আইনমন্ত্রী

22:10 - May 27, 2017
সংবাদ: 2603158
বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোয় ইসলাম ধর্মসহ অন্য সব ধর্মের প্রতি সম্মান জানানো হয়েছে বলে মনে করেন দেশটির আইনমন্ত্রী আনিসুল হক।

বার্তা সংস্থা ইকনা: আজ (শনিবার) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই মূর্তিটাকে যে আমরা থেমিস বলি, সেটার আসল রূপ এটা না। সে ক্ষেত্রে এইটা কোনো মূর্তিই ছিল না বলে আমার মনে হয়।

আইনমন্ত্রী বলেন, এই মূর্তি রাখা হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আসল যে থেমিস, সেটাকে বিকৃত করা হতো। আমরা কিন্তু বিকৃত করা থেকে সরে আসতে চাই।

ওদিকে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারণ তাওহিদী জনতার আন্দোলনের বিজয় বলে অভিহিত করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।  তবে খেলাফত নেতৃবৃন্দ এ বিজয়ে উচ্ছ্বসিত না হয়ে দেশ ও ইসলাম বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সতর্ক থাকর পরামর্শ দেন। সূত্র: পার্সটুডে
ট্যাগ্সসমূহ: ইকনা ، বাংলাদেশ ، মূর্তি ، দেশ ، ইসলাম
captcha