IQNA

আখিরাতের সর্বাপেক্ষা ধনি ব্যক্তি

1:15 - April 12, 2017
সংবাদ: 2602895
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) আখিরাতের সব থেকে ধনি বক্তি কারা হবে তাদের সম্পর্কে একটি হাদিস উল্লেখ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.)বলেছেন, আখিরাতের সব থেকে ধনি বক্তি হবে তারা যারা দুনিয়াতে সব তেকে বেশী গরিব ছিল। আর যারা দুনিয়ার আরাম আয়েশ থেকে বঞ্চিত ছিল আখিরাতে তারাই বেশী লাভবান হবে।

الإمامُ عليٌّ عليه السلام: «أغنَى الناسِ في الآخرةِ أفقَرُهم في الدنيا ، أوفَرُ الناس حظّاً مِنَ الآخرةِ أقَلُّهُم حظّاً مِن الدنيا.»

সূত্র: গুরারুল হিকাম, ৩২২১-৩২২২

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.)বলেছেন: তোমাদের কেউ যেন আপন প্রতিপালক ছাড়া অন্য কারো আশা না করে এবং তার ‘শাস্তি’ ছাড়া অন্য কিছুকে ভয় না করে। তোমাদের কেউ যেন যা জানে না তা শিখতে এবং না জানা বিষয়ে জিজ্ঞাসিত হলে 'জানি না' বলতে সংকোচ বোধ না করে।

তিনি আরও বলেছেন: দুনিয়া ও আখেরাত দুই সতীনের ন্যায়। স্বামী যেমন একজনকে খুশি করতে চাইলে অন্যজন ক্ষিপ্ত হয়। তেমনি কেউ দুনিয়ার জীবনকে সুখময় করতে চাইলে আখেরাতের ক্ষতি এবং আখেরাতকে নির্বিঘ্ন করতে চাইলে দুনিয়ার জীবনের ক্ষতি স্বীকার করা ছাড়া গত্যন্তর নেই। সূত্র: shabestan
ট্যাগ্সসমূহ: আমিরুল ، হযরত ، আলী ، ইকনা ، দুনিয়া
captcha