IQNA

ইমাম হাদির দৃষ্টিতে উম্মতের শ্রেষ্ঠ মানুষ

1:26 - April 06, 2017
সংবাদ: 2602863
ইমাম হাদি (আ.) বলেছেন, আলেমরা হচ্ছে উম্মতের শ্রেষ্ঠ মানুষ, কেননা তারা মানুষকে যুক্তি-প্রমাণের সাথে সঠিক পথে হেদায়েত করে এবং দুর্বল ইমানের মানুষদেরকে ইবলিস শয়তানের কবল থেকে রক্ষা করে।

বার্তা সংস্থা ইকনা: ইমাম আলী নাকি আল হাদি(আ.) বলেছেন, ইমাম মাহাদীর অন্তর্ধানের সময় যদি এমন বড় বড় আলেম না থাকত যারা মানুষকে ইমাম মাহদীর দিকে হেদায়েত করবে এবং ইমাম মাহদীর প্রেমিক বানাতো। আর তারা মানুষকে যুক্তির মাধ্যমে ইসলামে প্রতিষ্ঠিত রাখে এবং দুর্বল ঈমানের মানুষদেরকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করে। তারা না থাকলে সব মানুষ ইসলাম থেকে বেরিয়ে যেত এবং আর কেউ আল্লাহর উপাসনা করত না।

ঐ আলেমরা দুর্বল ঈমানের মানুষদেরকে জাহাজের নাবিকের মত সঠিক পথে পরিচালনা করে এবং সকল প্রকার ঝড় বৃষ্টি থেকে রক্ষা করে। আর এরাই হচ্ছে আল্লাহর সব থেকে প্রিয় বান্দা।

«لولا من یبقى بعد غیبة قائمکم من العلماء الداعین الیه، والدّالین علیه، والذّابین عن دینه بحُجج الله، والمنقذین للضعفاء من عبادالله من شباک ابلیس ومردته، لما بقى احد الا ارتد عن دین الله. ولکنهم یمسکون ازمة قلوب ضعفاء الشیعة کما یمسک صاحب السفینة سکانها، اولئک هم الافضلون عندالله عزوجل».

সূত্র: বিহারুল আনওয়ার ৫১তম খণ্ড, পৃ: ১৫৬। সূত্র: shabestan

captcha