IQNA

কেন ইমাম মাহদীকে সাহেবুল আমর বলা হয়?

13:47 - April 21, 2018
সংবাদ: 2605565
ইমাম বাকের(আ.) বলেন, আমার দাদা ইমাম হুসাইনের শাহাদাতের পর ফেরেশতারা ক্রন্দনরত অবস্থায় আল্লাহর দরবারে হাজির হয়ে বলেন, যারা আপনার নির্বাচিত নবীর নাতিকে হত্যা করেছে আপনি কি তাদের এই অপরাধকে ক্ষমা করবেন?



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম জাওয়াদ(আ.) বলেন, আমাদের কায়েম হচ্ছে মাহদী, যার অন্তর্ধানের যুগে তার প্রতীক্ষা করা ওয়াজিব এবং তার আবির্ভাবের পর তার আনুগত্য করা ওয়াজিব।

শাবিব বন আবি হামজা ইমাম হুসাইননের কাছে প্রশ্ন করলেন, সাহেবুল আমর কে? ইমাম জবাবে বললেন:

সাহেবুল আমর হচ্ছে সেই মহান ব্যক্তি, জিনি পৃথিবী অন্যায় ও অত্যাচারে পূর্ণ হওয়ার পর সেটাকে ন্যায়নীতিতে পরিপূর্ণ করবেন। তিনি ১১তম ইমামের পর একটি দীর্ঘ সময় ধরে অন্তর্ধানে থাকবেন এবং তারপর শেষ জামানায় আবির্ভূত হবেন, যেভাবে মহানবীর তার পূর্বের নবীর ৫০০ বছর পর নবী হিসাবে প্রেরিত হয়েছিলেন।

ইমাম জয়নুল আবেদিন বলেন: যুলকারনাইনকে দুইটি মেঘের মধ্য থেকে একটি বেছে নিতে বলা হলে তিনি যে মেঘটি সহজেই কথা শোনে সেটাকে বেছে নেন। আর কঠিন মেঘটিকে ইমাম মাহদীর জন্য রেখে দেন। প্রশ্ন করা হল কঠিন মেঘ বলতে কি বোঝানেরা হয়েছে?

ইমাম বলেন: সেই মেঘ যার মধ্যে রয়েছে বিদ্যুৎ চমক এবং ঘন বৃষ্টি ইমাম মাহদী(আ.) তাতে আরোহণ করে বিভিন্ন স্থানে গমন করবেন। তিনি মেঘে উঠে বিভিন্ন পন্থায় উপরে যাবেন।

ইমাম বাকের(আ.) বলেন, আমার দাদা ইমাম হুসাইনের শাহাদাতের পর ফেরেশতারা ক্রন্দনরত অবস্থায় আল্লাহর দরবারে হাজির হয়ে বলেন, যারা আপনার নির্বাচিত নবীর নাতিকে হত্যা করেছে আপনি কি তাদের এই অপরাধকে ক্ষমা করবেন?

আল্লাহ তাদেরকে বললেন: অবশ্যই এর প্রতিশোধ নেয়া হবে। তখন আল্লাহ তাদেরকে ইমাম হুসাইনের বংশের মাহদী আল কায়েমের মাধ্যমে এর প্রতিশোধ গ্রহণ করা হবে। তখন তিনি ইমাম মাহদীকে দেখিয়ে বলেন: এর মাধ্যমেই প্রতিশোধ গ্রহণ করা হবে।

captcha