IQNA

পোপ ফ্রান্সিস গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান

0:18 - April 01, 2024
সংবাদ: 3475288
ইকনা: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। রবিবার (৩১ মার্চ) খ্রিষ্টানদের গুরুত্বপূর্ণ দিন ইস্টার সানডে উপলক্ষে দেওয়া ভাষণে এই আহ্বান জানান তিনি।

সেন্ট পিটার্স স্কোয়ারে ইস্টার সানডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান (পোন্টিফ)। তারপরে সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে ‘উরবি এট অরবি’ (শহর ও বিশ্ব)-কে আশীর্বাদ করে বক্তব্য দেন তিনি।
 
 
উরবি এট অরবি বক্তব্যে তিনি বলেন, গাজায় মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক।
 
 
যুদ্ধবিধ্বস্ত গাজার চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, গাজার শিশুদের চোখে কতটা কষ্ট, তারা হাসতে ভুলে গেছে। চোখ দিয়ে শিশুরা আমাদের জিজ্ঞাসা করছে, কেন? কেন এত মৃত্যু? কেন এই ধ্বংস? তিনি বলেন, যুদ্ধ সবসময়ই অযৌক্তিক। যুদ্ধ মানেই পরাজয়।
 
ইউক্রেন, সিরিয়া, লেবানন, আর্মেনিয়া ও আজারবাইজান, হাইতি, মিয়ানমার, সুদান, সাহেল ও হর্ন অফ আফ্রিকা অঞ্চল, কঙ্গো ও মোজাম্বিকসহ অন্যান্য দেশের সংঘাত নিয়েও কথা বলেন তিনি।
 
এখন বেশির ভাগ সময় অসুস্থতার মধ্য দিয়ে দিন পার করেন ৮৭ বছর বয়সী ফ্রান্সিস। তাই মাঝে মধ্যে তাকে গণবক্তৃতা থেকে বিরত থাকতে হয়। যেমন, রোমের কলোসিয়ামে ‘গুড ফ্রাইডে’তে বক্তব্য দেননি তিনি।
 
যাইহোক, ইস্টার সানডের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ফ্রান্সিস। সেখানে বেশ প্রাণবন্ত ছিলেন তিনি। ভ্যাটিকান জানিয়েছে, এই অনুষ্ঠানে প্রায় ৬০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।
captcha