IQNA

আবুধাবিতে ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলন

17:14 - November 14, 2022
সংবাদ: 3472818
তেহরান (ইকনা):  সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলন ২০২৪।
দেশটির ‘দ্য আবুধাবি ডিপার্টমেন্ট অব ইকোনমিক ডেভেলপন্টে’ এই সম্মেলনের আয়োজন করবে। সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে আবুধাবি অর্থনৈতিক উন্নয়ন বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ আলী আল-শরাফা এবং ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামের চেয়ারম্যান তান শ্রি ড. সাঈদ হামিদ আল-বার চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তি অনুসারে আগামী ১৫-১৭ জানুয়ারি ২০২৪ তারিখে আবুধাবির জাতীয় প্রদর্শন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৪তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
 
ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরাম (ডাব্লিউআইইএফ) ২০০৫ সালে যাত্রা শুরু করে। ফোরামটি প্রতিষ্ঠা করা হয়েছে আধুনিক অর্থনীতি বিশ্লেষণ ও উন্নয়নে অবদান রাখা এবং ইসলামের শান্তি, সাম্য ও ইনসাফের আদর্শ প্রচারের লক্ষ্যে। ডাব্লিউআইইএফ বিশ্বব্যাপী ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও ব্যবসায়ী নেতাদের মধ্যে আলোচনা, জ্ঞান ও চিন্তার বিনিময়কে শক্তিশালী করে।
 
১৪তম শীর্ষ সম্মেলনের আয়োজক হিসেবে আবুধাবিকে নির্বাচিত করাই ফোরামকে ধন্যবাদ জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবুধাবি অর্থনৈতিক উন্নয়ন বিভাগের চেয়ারম্যান বলেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। কেননা সংস্থাটি আন্তর্জাতিক সহযোগিতা ও টেকসই অর্থনীতিকে উৎসাহিত করে। এ ছাড়া সম্মেলনটি দেশের পর্যটন খাত, শরিয়াহভিত্তিক অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে হালাল খাবার, বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইসলামিক ফাইন্যান্স ও ইসলামিক ফিনটেক এগিয়ে যাচ্ছে। ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরাম আশা করছে, আবুধাবিতে ২০২৪ সালে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে ৮০টির বেশি দেশ থেকে তিন হাজার ব্যক্তি অংশগ্রহণ করবেন। যাঁদের মধ্যে থাকবেন বিভিন্ন দেশের সরকার প্রধান, শীর্ষ প্রতিনিধি, বুদ্ধিজীবী, ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদরা।
 
সূত্র : অ্যারাবিয়ান বিজনেস ডটকম
captcha