IQNA

ইউরোপের সর্বপ্রাচীন মসজিদ

15:55 - August 02, 2022
সংবাদ: 3472223
তেহরান (ইকনা): স্পেনের রাজধানী মাদ্রিদে আবিষ্কৃত একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন, মসজিদটি খ্রিস্টীয় নবম শতকে নির্মিত এবং এটিই ইউরোপের সর্বপ্রাচীন মসজিদ। 
স্পেনের রাজধানী মাদ্রিদে আবিষ্কৃত একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন, মসজিদটি খ্রিস্টীয় নবম শতকে নির্মিত এবং এটিই ইউরোপের সর্বপ্রাচীন মসজিদ। 
 
প্রাচীন এই মসজিদের নির্মাণশৈলীর সঙ্গে অষ্টম শতকে নির্মিত মধ্যপ্রাচ্যের মসজিদের কাঠামোর মিল আছে এবং স্থাপত্যটি কিবলামুখী।      
captcha