IQNA

'ইরানে এখন সর্বোচ্চ নিরাপত্তা বিরাজ করছে'

16:47 - April 15, 2022
সংবাদ: 3471709
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম আলী আকবার আবুতোরাবি ফার্দ বলেছেন, ইরানে এখন সর্বোচ্চ নিরাপত্তা বিরাজ করছে এবং আট বছরের প্রতিরক্ষা যুদ্ধে তিল পরিমাণ ভূখণ্ডও হাতছাড়া হতে দেয়নি সশস্ত্র বাহিনী।

তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এসব কথা বলেছেন।  পার্সটুডে

তেহরানের জুমার নামাজের খতিব সশস্ত্র বাহিনীর প্রশংসা করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী দেশের পাশাপাশি গোটা অঞ্চলের শক্তি ও নিরাপত্তার প্রতীকে পরিণত হয়েছে।

বিজ্ঞান ভিত্তিক অর্থনীতির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন- চিকিৎসা, প্রকৌশল, ন্যানো টেকনোলজি, বায়ো টেকনোলজি, লেজার এবং আকাশ প্রতিরক্ষা ক্ষেত্রে দেশে যে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে তা জাতীয় শিক্ষা ব্যবস্থার অবদান।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী নতুন ফার্সি বছরের বাণীতে বিজ্ঞান ও কর্মসৃজন ভিত্তিক উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। iqna

captcha