IQNA

মুসলমানদের গণহত্যার ডাকে হিন্দু চরমপন্থী নেতারা

20:51 - December 23, 2021
সংবাদ: 3471177
তেহরান (ইকনা): এবার ধর্মের জিগির তুলে হিংসা ছড়িয়ে ফের দাঙ্গা লাগিয়ে বিপুল সংখ্যায় মুসলমান হত্যার পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে হিন্দুত্ববাদী নেতাদের কাজকর্মে।

ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর একই সুর শোনা যাচ্ছে বিজেপি ও বিজেপিঘনিষ্ঠ হিন্দুত্ববাদীর গলায়। ধর্ম সংসদের আড়ালে চলছে গণহত্যার সূক্ষ্ম পরিকল্পনা? উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, বিজেপি শাসনকালে ধর্মীয় বিভেদের পীঠস্থানে পরিণত হয়েছে ভারতবর্ষ।

মুসলিমদের বিরুদ্ধে লাগাতার বিষোদগার চলছে, নানাভাবে ধর্মীয় হিংসা ও ঘৃণা ছড়ানো হচ্ছে। এই কাজটি সুচারুভাবেই করে যাচ্ছেন বিজেপিঘনিষ্ঠ হিন্দুত্ববাদী নেতা-নেত্রীরা। সম্প্রতি উত্তরাখণ্ডের হরিদ্বারে কিছু হিন্দুত্ববাদী সংগঠন যৌথভাবে ধর্ম সংসদ নামে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল।

১৭ থেকে ১৯শে ডিসেম্বর, তিন দিন ধরে চলা এই অনুষ্ঠান ছিল কার্যত ধর্মীয় বিদ্বেষের পাঠশালা। ধর্মীয় হিংসা ছড়ানোর এই আঁতুড়ঘর থেকেই মুসলিম গণহত্যার ডাক দিল বিজেপিঘনিষ্ঠ হিন্দুত্ববাদী নেতারা। উত্তরাখণ্ডের হিন্দু রক্ষা সেনা নামক একটি সংগঠনের সভাপতি স্বামী প্রবোধানন্দ গিরি, এই ধর্ম সংসদ থেকে কার্যত মুসলিম নিধনের ডাক দিয়েছেন। তিনি বলেন, “আমাদের প্রস্তুতি নিতে হবে।”

এই প্রস্তুতি ঠিক কী, তাও নিজেই খোলসা করে দিয়েছেন। তিনি বলেছেন, দেশকে মুসলিমশূন্য করার প্রস্তুতি নিতে হবে। মায়ানমারের প্রসঙ্গ টেনে, তিনি হিন্দুদের উদ্দেশ্যে নিদান দিয়েছেন, “আর সময় নেই, আর অন্য কোন উপায়ও নেই। হয় মারো, আর না হয় মরে যাও। এখানকার পুলিশ, রাজনৈতক নেতা, সেনাবাহিনী, প্রত্যেক হিন্দুর উচিত হাতে অস্ত্র তুলে নেওয়া এবং মুসলিম সাফাই অভিযান করা।”

এই হিন্দুত্ববাদী নেতার সঙ্গে বিজেপি নেতা-মন্ত্রীদের যথেষ্ট সখ্যতা রয়েছে। এমনকী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও তার একাধিক ছবি রয়েছে। জানুয়ারী, ২০১৮ এবং আগস্ট, ২০২০ দু’বার তার সঙ্গে মুখ্যমন্ত্রী যোগীর ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

একটি ছবি আজও তার ফেসবুক পেজের কভার ফটো। কেবল যোগীই নন, ২০২০-২১ সময়কালের মধ্যে প্রবোধানন্দের সঙ্গে ছবিতে বিজেপির একাধিক নেতা-মন্ত্রীদের দেখা গিয়েছে। তাদের মধ্যে আছেন, বিজেপি নেতা তথা উত্তরাখণ্ডের উচ্চশিক্ষা মন্ত্রী ধন সিংহ রাওয়াত, বিজেপি নেতা নরেশ শর্মা। আবার একটি ছবিতে দেখা গিয়েছে, প্রবোধানন্দের হাতে তরোয়াল তুলে দিচ্ছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তীরাথ সিংহ রাওয়াত। iqna

captcha