IQNA

ঘানায় পবিত্র কুরআনের ১৪০০ পাণ্ডুলিপি অনুদান করলেন জর্ডানের এক বৃদ্ধ

20:44 - July 05, 2021
সংবাদ: 3470260
তেহরান ইকনা: জর্ডানের নাগরিক “মুহাম্মাদ সালিম আল-ইয়াসারা” আফ্রিকার দেশ ঘানায় পবিত্র কুরআনের ১৪০০ পাণ্ডুলিপি অনুদান করছেন। মুহাম্মাদ সালিমকে জর্ডানের সকল নাগরিক কুরআনের খাদেম নামে চেনেন।

জর্ডানের কুরআন ও আরবি স্মৃতি প্রকল্পের মালিক হাজি মুহাম্মদ সালিম আল-ইয়াসারা পবিত্র কুরআনের জরাজীর্ণ পাণ্ডুলিপি থেকে পাণ্ডুলিপি সংগ্রহ করে তা ঘানার মুসলমানদের জন্য প্রেরণ করেছেন। তিনি পবিত্র কুরআনেরে
তিনি তাঁর জীবনের ৫০ বছর আল্লাহর ওহীর বাণী’র সেবা করে অতিবাহিত করেছেন। জরাজীর্ণ পাণ্ডুলিপি সংগ্রহ করে সেগুলো সংস্কার করেন এবং সংস্কারকৃত পাণ্ডুলিপিসমূহ আফ্রিকার বিভিন্ন গরিব দেশে প্রেরণ করেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মুহাম্মদ সালিম আল-ইয়াসারা নিজ উদ্যোগে আফ্রিকার বিভিন্ন দেশে পবিত্র কুরআনের সাড়ে ৫ হাজার পাণ্ডুলিপি প্রেরণ করেছেন।

এ ব্যাপারে তিনি বলেন: আফ্রিকার বিভিন্ন দেশে পবিত্র কুরআনের যে সকল পাণ্ডুলিপি প্রেরণ করেছি তারমধ্যে অধিকাংশই জরাজীর্ণ হওয়ার কারণে এদেশের নাগরিকরা পৃথক করে রেখেছিল। এছাড়াও বিভিন্ন ব্যাগের মধ্যে থেকে কিছু পাণ্ডুলিপি সংগ্রহ করা হয়েছে এবং জর্ডানের দাতব্য প্রতিষ্ঠানের সহায়তায় কিছু পাণ্ডুলিপি আফ্রিকার বিভিন্ন দেশে প্রেরণ করা হয়েছে।

জর্ডানের এই বৃদ্ধ পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপি আফ্রিকায় বিমানে পাঠানোর জন্য সেদেশের এক দাতা ও সমাজসেবীকে ধন্যবাদ জানিয়েছেন। iqna

captcha