IQNA

পবিত্র কুরআন শুধু মুসলমানদের জন্য নয়; বরং সবার জন্য উপকারী দিকনির্দেশনা: মহাত্মা গান্ধী

19:26 - January 06, 2021
সংবাদ: 2612072
তেহরান (ইনকা): ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী বলেছেন, মুহাম্মাদ সা. ছিলেন নৈতিকতা শিক্ষাদানকারী অনন্য ব্যক্তিত্ব। তিনি বলেছেন- ‘আমি বিশ্বের সব ধর্ম সম্পর্কেই পড়াশোনায় অভ্যস্ত। ইসলামকেও গভীরভাবে অধ্যায়ন করেছি। 
ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ সা. বিশুদ্ধ নৈতিকতা শিক্ষা দিয়েছেন। তিনি মানবতাকে সত্যের পথ দেখিয়েছেন, সাম্যের শিক্ষা দিয়েছেন।‘
 
আমি পবিত্র কুরআনের অনুবাদও অধ্যায়ন করেছি- তাতে শুধু মুসলমানদের জন্য নয়; বরং সবার জন্য উপকারী দিকনির্দেশনা রয়েছে।’
সূত্র: জাগো নিউজ
captcha