IQNA

হালাল বাজারে ব্রাজিলের খাদ্য সংস্থার বিনিয়োগ

20:16 - December 10, 2020
সংবাদ: 2611940
তেহরান (ইকনা): ব্রাজিলের একটি সংস্থা ইসলামী দেশগুলোর হালাল বাজারে খাদ্যপণ্য সরবরাহের ব্যাপারে বিনিয়োগ করতে আগ্রহ পোষণ করেছে।

ব্রাজিলের BRF SA সংস্থা পরিচালকগণ ৮ম ডিসেম্বর ঘোষণা করেছেন: হালাল বাজারে তাদের পণ্যগুলোর পরিষেবা এবং রফতানি বৃদ্ধি করার জন্য তুরস্ক ও সৌদি আরবে বাজারে তারা মনোনিবেশ করবে।

তারা আরও বলেছেন: বর্তমান বাজারের তুলনায় এই বাজার ভবিষ্যতে তিন গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি তার হালাল খাদ্য ব্যবসা সম্প্রসারণের জন্য আগামী ১০ বছরে প্রায় ৫৫ বিলিয়ন ব্রাজিলিয়ান রেইস (১০.৮ বিলিয়ন ডলার) ব্যয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই অর্থ এমন বাজারে বিনিয়োগ করা হবে যেখানে গ্রাহকগণ পিজ্জা এবং মুরগির নাগেটের মতো প্রক্রিয়াজাত খাবারসমূহ ক্রয় করে থাকেন।

এই সংস্থাটি তুরস্কের বনভিট ব্র্যান্ড এবং ব্রাজিলের সাদিয়াতে মালিক। আগামী ১০ বছরে মূল্য-যুক্ত পণ্য থেকে ৭০ শতাংশ উপার্জন করার পরিকল্পনা করেছে। বর্তমানে এর উপার্জনের হার ৫০ শতাংশের একটু বেশিতে অবস্থান করছে। iqna

 

 

captcha