IQNA

গুগল ও অ্যাপল মানচিত্র থেকে মুছে ফেলা হলো ফিলিস্তিনিকে

18:52 - July 17, 2020
সংবাদ: 2611153
তেহরান (ইকনা): জাতিসংঘের ১৩৮টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দিয়েছে। যদিও পশ্চিমা বিশ্বের অনেক দেশের স্বীকৃতিই এখনো পায়নি ফিলিস্তিন।

ইসরাইল প্রতিষ্ঠার সময় মূল ভূখণ্ড দুই দেশের মধ্যে ভাগ করে দেয়া হয়। তবে ইসরাইল স্বাধীন রাষ্ট্র পরিচালনা করলেও রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়নি ফিলিস্তিন। বরং তাদের পূর্ণ স্বাধীনতার স্বপ্ন দিনে দিনে ধুসর হচ্ছে। মার্কিন প্রযুক্তি মোড়ল গুগল এবং অ্যাপলের বিশ্বমানচিত্রেও নেই ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যম এবং কিছু কিছু সংবাদমাধ্যমেও ব্যাপক আলোচনা হচ্ছে।

ইসরাইল প্রতিষ্ঠার সময় দুই দেশের মধ্যে ভূখণ্ড ভাগাভাগি করে সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে ইসরাইলের অবৈধ দখল চালিয়ে যাওয়ায় বর্তমানে ফিলিস্তিন ২ হাজার ৪০০ বর্গমাইলের কয়েক টুকরো ভূমি মাত্র। দীর্ঘ দিন ধরে দুই দেশের মধ্যে চলমান সংঘাতের কারণে সীমানাও নির্ধারণ করা সম্ভব হয়নি। ভূমধ্যসাগর থেকে জর্ডান নদী পর্যন্ত পুরো অঞ্চলের সীমানা ধরা হয়। এখন বড় প্রশ্ন হল, কে ওই এলাকা নিয়ন্ত্রণ করে। বাস্তবতা হল, অধিকাংশ ফিলিস্তিনিই এখন পশ্চীমতীরের ছোট কিছু বসতিতে থাকেন। আর গাজা উপত্যকা সম্পূর্ণ অবরুদ্ধ।

সম্প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রীর পশ্চিমতীরের আরো কিছু অংশ ইসরাইলের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা প্রকাশ করেছেন। দ্রুতই সেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করবে ইসরাইল। এ নিয়ে বিশ্বজুড়েই সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচুর সমালোচনা হচ্ছে এটি নিয়ে। টুইটারে অনেকেই বলছে, মার্কিন জায়ান্ট অ্যাপল এবং গুগল তাদের বিশ্বমানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে ফেলেছে। কিছু কিছু সংবাদমাধ্যমেও এটি নিয়ে খবর প্রকাশিত হয়েছে।

সাইবারস্পেস ব্যবহারকারীরা যখন জানতে পারলেন যে গুগল এবং অ্যাপল মানচিত্র থেকে "প্যালেস্তাইন" নামটি মুছে ফেলা হয়েছে, তারা টুইটারে # ফ্রি প্যালেস্তাইন (#Free Palestine) নামের হ্যাশট্যাগ চালু করেছে, যা একটি বিশ্বজুড়ে প্রবণতা হয়ে উঠছে।

হাজার হাজার ব্যবহারকারী এই দুটি অ্যাপ্লিকেশনের ফটো শেয়ার করেছেন। শেয়ারকৃত মানচিত্রে দেখা গিয়েছে যে, প্যালেস্টাইন নাম সেখানে নেই; তারা এই দুটি সংস্থার কর্মকর্তাদের জবাবদিহি করতে চেয়েছেন, কিছু ব্যবহারকারী পুরানো মানচিত্রও প্রদর্শন করেছেন যেখানে ফিলিস্তিন নাম দেখানো হয়েছে।
গুগলের উদ্দেশ্যে ডিমা নামের এক ব্যবহারকারী লিখেছেন: “ফিলিস্তিনের নাম মানচিত্র থেকে সরানো হোক কিম্বা না হোক; ফিলিস্তিন সর্বদা ফিলিস্তিন থাকবে”।

হাসান শেখ নামে একজন ব্যবহারকারীও টুইট করেছেন: গুগল তোমার লজ্জা হওয়া উচিত! ইসরাইলকে সমর্থন করে ফিলিস্তিনের নাম মানচিত্র থেকে মুছে ফেলার সাহস কিভাবে তোমার হল!  iqna

 

captcha