IQNA

মিশরের যাদুঘরের কাবা ঘরের প্রাচীনতম চাবির প্রদর্শন

19:07 - May 13, 2020
সংবাদ: 2610774
তেহরান (ইকনা)- মিশরের ইসলামিক আর্ট যাদুঘরে পবিত্র কাবা ঘরের প্রাচীনতম চাবির প্রদর্শন করা হয়েছে।

সম্প্রতি মিশরের পর্যটন মন্ত্রণালয় সেদেশের ইসলামিক অর্ট যাদুঘরের ভিতরের বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। প্রকাশিত ভিডিওয় পবিত্র কাবা ঘরের প্রাচীনতম চাবিরও একটি ভিডিও রয়েছে।

এই জাদুঘরের শিক্ষা কেন্দ্রের পরিচালক জাহান নাবিল বলেছেন: পবিত্র ক্বাবা ঘরের এই চাবিটি মামলুক যুগ এবং সুলতান আশরাফ শাবানের রাজত্বকালের অন্তর্গত।
তিনি বলেন: এই চাবিতে সূরা ফাতহের « إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِينًا...» "ইন্না ফাতহনা লাকা ফাতাহাম মুবিনা” (নিশ্চয় আমি আপনার জন্যে এমন একটা ফয়সালা করে দিয়েছি, যা সুস্পষ্ট।) আয়াতটি লেখা রয়েছে।

তিনি আরও বলেন: এছাড়াও এই চাবির উপরে সুলতান আশরাফ শাবানের নাম ও উপাধি খোদাই করে লেখা হয়েছে এবং ১৩৬৩-১৩৬৪ হিজরি তারিখও এই চাবির ওপর দেখা গিয়েছে।

উল্লেখ্য যে, মামলুকরা ছিলেন তুরস্কের কমান্ডারদের একটি সিরিজ শাসক। এই শসক গোষ্ঠী ১২৫০ সাল থেকে ১৫১৭ সাল পর্যন্ত শাম এবং মিশরে শাসন করেছে। iqna

captcha