IQNA

ব্যর্থ হল কারবালায় সন্ত্রাসীদের হামলার পরিকল্পনা

17:56 - November 26, 2019
সংবাদ: 2609705
আন্তর্জাতিক ডেস্ক: কারবালা প্রাদেশিক পুলিশ কমান্ড বলেছেন: কারবালা শহরের “আল-বালদিয়া” এলাকা থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কারবালা প্রাদেশিক পুলিশ কমান্ড এক বিবৃতিতে বলেছেন: কারবালার আল-বাদলিয়া এলাকায় টহল দেওয়ার সময় নিরাপত্তা বাহিনী একটি হ্যান্ড গ্রেনেড এবং আগুন লাগানোর জন্য ৭টি বোতল ও আগুন লাগানোর প্রয়োজনীয় সরঞ্জামাদি উদ্ধার করেছে।

কারবালার পুলিশ কমান্ড আরও বলেন:  ভাড়াটে সন্ত্রাসীরা এই সন্ত্রাসবাদী কাজের মাধ্যমে ইরাকি সুরক্ষা বাহিনীর জীবনকে বিপন্ন করতে চেয়েছিল। কিন্তু মহান আল্লাহর ইচ্ছায়, তারা এই কাপুরুষোচিত কাজ সম্পাদন করতে ব্যর্থ হয়েছে।

এই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে,  কারবালা পুলিশ কমান্ড নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার জন্য ইরাকি নাগরিক ও বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, কেউ যদি দেশের কোথাও সুরক্ষা বিপন্ন করে এমন সন্দেহজনক কিছু পরিলক্ষিত করে তাহলে সে যেন দ্রুত এ বিষয়ে নিরাপত্তা বাহিনীকে অবগত করে।

উক্ত বিবৃতিতে গুরুত্বারোপ করে বলা হয়েছে: পবিত্র শহর কারবালায় সুরক্ষার ব্যবস্থা জোরদার করতে এবং ধ্বংসাত্মক ও ভাড়াটে লোকদেরকে বিক্ষোভ থেকে সরিয়ে নেওয়ার জন্য ইরাকি সুরক্ষা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভের সমন্বয়ে সমন্বিত নাগরিক এবং কমিটিগুলির সাথে কাজ করছে।  iqna

 

 

captcha