IQNA

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা চাইলে ইরানের নিরাপত্তায় বিঘ্ন ঘটাবেন না: রুহানির হুঁশিয়ারি

18:35 - August 06, 2019
সংবাদ: 2609033
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জারিফের জনপ্রিয়তা বেড়েছে। তিনি আজ (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন। প্রেসিডেন্ট রুহানি আজ সকালে মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে দেখা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সেখানে সমবেত কর্মকর্তাদের তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার সব নিষেধাজ্ঞার ফল হয়েছে উল্টো। রুহানি বলেন, নিষেধাজ্ঞার কারণে ইরানি জাতির মধ্যে দৃঢ়তা বাড়বে এবং জনগণ সাফল্যের সঙ্গে সব সমস্যা কাটিয়ে উঠবে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইতিহাসে আর কখনোই মার্কিন শাসকরা এখনকার মতো অমর্যাদাকর অবস্থায় পড়ে নি। শুধু ইরানের পরমাণু সমঝোতা বা জেসিপিওএ থেকে সরে যাওয়া ইস্যুতে নয় বরং ইউরোপের ওপর চাপ সৃষ্টি, নিরাপত্তা পরিষদের বৈঠক, ওয়ারশো সম্মেলন এবং ফিলিস্তিন ও গোলান ইস্যুতেও আমেরিকা তার পক্ষে কাউকে পায় নি।

হরমুজ প্রণালীতে ব্রিটিশ তেল ট্যাংকার আটক করা প্রসঙ্গে তিনি বলেন, ব্রিটিশ তেল ট্যাংকারগুলো পারস্য উপসাগরে আন্তর্জাতিক আইন ও সতর্কবার্তা মেনে চলতো না। ইরান আইন বাস্তবায়নের ক্ষেত্রে কোনো দেশকেই ছাড় দেয় না।

তিনি শত্রুদের উদ্দেশে বলেন, ইরানের শত্রুরা যদি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা চায় তাহলে তাদের উচিত হবে না ইরানের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করা। কারণ প্রণালীর মোকাবেলায় প্রণালী, শান্তির মোকাবেলায় শান্তি এবং তেলের মোকাবেলায় হচ্ছে তেল।  iqna

captcha