IQNA

জারিফের ওপর নিষেধাজ্ঞা আমেরিকার দিশেহারা অবস্থার প্রমাণ: ইরানি আলেম

22:03 - August 02, 2019
সংবাদ: 2609010
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে আমেরিকা শিশুসুলভ ও হাস্যকর আচরণ করেছে। এই পদক্ষেপের মধ্যদিয়ে মার্কিন শাসকগোষ্ঠীর দিশেহারা অবস্থা ফুটে উঠেছে।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এসব কথা বলেন। জুমার নামাজের খতিব আরও বলেন, ইরানি জনগণ তাদের পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে গর্ব করে। কিন্তু আমেরিকা তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এ ধরনের পদক্ষেপ মার্কিন কূটনৈতিক ব্যবস্থা ও শাসকগোষ্ঠীর পতনের ইঙ্গিত দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, প্রতিরোধ শক্তির সাফল্যে আমেরিকা হতাশ হয়ে পড়েছে।

আমেরিকার অর্থ মন্ত্রণালয় বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর প্রতিক্রিয়ায় জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন গণমাধ্যমে দেওয়া তার সাক্ষাৎকার এবং বক্তব্যই মার্কিন নিষেধাজ্ঞার কারণ।

তিনি প্রশ্ন করেন, আমার বক্তব্য শোনার জন্য কি মার্কিন জনগণকে সেদেশের অর্থ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।  iqna

captcha