IQNA

শাবান মাস উপলক্ষে পাকিস্তানের মসজিদসমূহে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান

22:42 - April 08, 2019
সংবাদ: 2608288
আন্তর্জাতিক ডেস্ক: অপরিসীম রহমত, বরকত ও ফজিলতের ঘেরা শাবান মাস। পবিত্র রমজান মাসে প্রবেশের মাস এটি। এ মাসে রাসূলের (আ.) আহলে বাইতের (আ.) তিন জন মাসুম ইমামের মহিমান্বিত জন্ম দিবস। তারা হলেন যথাক্রমে ৩রা শাবান সাইয়েদুশ শোহাদা ইমাম হুসাইন (আ.), ৫ম শাবান ইমাম জয়নুল আবেদিন (আ.) এবং ১৫ শাবান বর্তমান যুগের ইমাম তথা ইমাম মাহদীর (আ.) জন্মবার্ষিকী। এছাড়া এ মাসেরই ৪ তারিখ কারবালায় ইমাম হুসাইনের (আ.) পতাকাবাহী সেনাপতি হযরত আব্বাস আলামদার (আ.) এবং ৭ই শাবান ইমাম হুসাইনের (আ.) সুযোগ্য পুত্র হযরত আলী আকবারের (আ.) জন্ম দিবস।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র এই মাস উপলক্ষে পাকিস্তানের “কোয়েটা” শহরের বিভিন্ন মসজিদ এবং হুসাইনিয়াতে আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এসকল অনুষ্ঠান গতকাল থেকে কোয়েটার বিভিন্ন মসজিদে শুরু হয়েছে। আহলে বায়েত (আ.)এর ভক্তদের পক্ষ থেকে এসকল অনুষ্ঠিত অনুষ্ঠিত হচ্ছে।

কোয়টার সাইয়্যেদাবাদ হুসাইনিয়া, আলামদার একাডেমী, নাচারী হুসাইনিয়া, ইমাম রেজা (আ.) হুসাইনিয়া, খাতামুল আম্বিয়া মসজিদ এবং বাইতুল আহজান হুসাইনিয়ায় এই মাহফিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ৩রা শাবান (৯ম এপ্রিল) সাইয়েদুশ শোহাদা ইমাম হুসাইন (আ.), ৪র্থ শাবান (১০ এপ্রিল) হযরত আব্বাস (আ.), ৫ম শাবান (১১ই এপ্রিল) ইমাম জয়নুল আবেদিন (আ.) এবং ১৫ শাবান (২১শে এপ্রিল) বর্তমান যুগের ইমাম তথা ইমাম মাহদীর (আ.) জন্মবার্ষিকী। iqna

 

 

 

captcha