IQNA

ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করলেন পোপ

10:37 - April 02, 2019
সংবাদ: 2608248
আন্তর্জাতিক ডেস্ক: ক্যাথলিক বিশ্বের নেতা পোপ ফ্রান্সিস অভিবাসন নীতি এবং সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামের তীব্র সমালোচনা করেছেন।

বার্তা সংস্থা ইকনা: পোপ ফ্রান্সিস বলেছেন: যেসকল রাজনৈতিক নেতা অভিবাসীদের প্রবেশ প্রতিরোধ করার জন্য প্রাচীর নির্মাণ করছে, তারা একটি তাদের নির্মিত প্রাচীরে বন্দী হবে।

মরক্কো থেকে ফেরার পথে এক সাংবাদিক পোপ ফ্রান্সিস জিজ্ঞাসা করেন: মেক্সিকো সীমান্ত বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামের হুমকির বিষয়ে আপনার মন্তব্য কি? এই প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পোপ ফ্রান্সিস বলেন: কাটা তার এবং ইট দিয়ে যে দেয়াল নির্মাণ করা হচ্ছে, একদিন স্বয়ং আমেরিকা নিজেই এতে বন্দী হবে।  iqna

 

captcha