IQNA

ইসলামি বিপ্লবের শ্লোগান শুরুতে যেমন ছিল এখনো তেমনই আছে: তেহরানের জুমার খতিব

21:31 - March 08, 2019
সংবাদ: 2608082
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, প্রতিরোধ ফ্রন্ট, বিপ্লবের বিস্তার, সকল বেড়াজাল ছিন্ন করা এবং বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের চূড়ায় পৌঁছার বিষয়টি এখন দৃশ্যমান।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তিনি ইমাম বাকের(আ.)এর জন্মবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ফরাসি বিপ্লবসহ বিশ্বে সংঘটিত বিভিন্ন বিপ্লবের শ্লোগান সময়ের সাথে সাথে পাল্টে গেছে। কিন্তু ইরানের ইসলামি বিপ্লবের শ্লোগান ও লক্ষ্য উদ্দেশ্য শুরুতে যেমনটি ছিল এখনো তেমনই আছে এবং তার পথ চলা অব্যাহত রেখেছে।

হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি ইরানের বিরুদ্ধে শত্রুদের সাংস্কৃতিক আগ্রাসনের কথা উল্লেখ করে বলেছেন, তরুণ সমাজ ও নারীদেরকে বিপথগামী করার জন্য পরিচালিত এ সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলায় ধর্মতত্ব গবেষণা কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি ইসলামি বিপ্লবের দ্বিতীয় পর্যায় শুরুর ব্যাপারে সর্বোচ্চ নেতার সাম্প্রতিক বিবৃতির কথা উল্লেখ করে বলেছেন, এ বিবৃতির ফলে ইসলামি বিপ্লবের চেতনা নতুন করে জাগ্রত হবে। iqna

 

captcha