IQNA

ইমাম মাহদীর জন্য প্রতীক্ষার অর্থ কি?

21:59 - November 05, 2018
সংবাদ: 2607124
আমরা প্রতি রাতে পরের দিন সূর্য উঠবে সেই অপেক্ষায় থাকি কিন্তু এর মানে এই না যে আমরা হাত গুটিয়ে বসে থাকি। বরং আমরা সবাই রাতটাকে পার করার জন্য আলো জালাই এবং অন্ধকারটাকে কাটানোর চেষ্টা করি।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আমরা শীতকালে বসন্তকালের অপেক্ষায় থাকি কিন্তু এর মানে এই নয় যে আমরা শীতে নিজেদের গরম করার কোন ব্যবস্থা নেই না।

ইমাম মাহদীর অন্তর্ধানের যুগে ইমামের জন্য অপেক্ষার করার মানেও হচ্ছে ঠিক এমনই। আমরা নিজেদের সাধ্যমত চেষ্টা করব নিজেকে এবং সমাজকে সংশোধন করার আর সমাজ থেকে সব ধরনের অন্যায় ও অত্যাচার দূর করার।

হাদিসে যে বলা হয়েছে: «أفضلُ الاعمال اِنتظارُ الفَرج» ইমাম মাহদীর জন্য প্রতীক্ষা হচ্ছে সব থেকে উত্তম আমল সেটা হচ্ছে এমন প্রতীক্ষা।

সুতরাং ইমাম মাহদীর জন্য প্রতীক্ষাকে কাজে প্রমাণ করতে হবে। যারা সত্য ও সংগ্রামী ইমামের অপেক্ষা করছে তাদেরকেও সত্য ও সংগ্রামী হতে হবে।

যার ঘরে মেহমান আসবে সে কখনোই বসে থাকতে পারে না। সে অবশ্যই মেহমানদারী করার জন্য প্রস্তুতি নিবে। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করা। নিজেকে গড়ে তো আর সবাইকে সত্য পথে দাওয়াত করা।

captcha