IQNA

৭ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাল ভারত, হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট

23:51 - October 04, 2018
সংবাদ: 2606895
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অসমে অবৈধভাবে আসা ৭ রোহিঙ্গা অভিবাসীকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। মণিপুর সীমান্ত দিয়ে তাদেরকে মিয়ানমার কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়। ভারতের পক্ষ থেকে এই প্রথম রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর পদক্ষেপ বাস্তবায়ন করা হল।

৭ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাল ভারত, হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট 

বার্তা সংস্থা ইকনা: মুহাম্মদ ইউনুস, সাব্বির আহমদ, মুহাম্মদ জামাল, মুহাম্মদ সালাম, মকুবুল খান, রহিম উদ্দিন ও জামাল হোসেন নামে ২৫ থেকে ৩০ বছর বয়সী রোহিঙ্গা যুবকরা অবৈধভাবে ভারতে ঢোকার দায়ে ২০১২ সালে গ্রেফতার হয়। সেই থেকে তারা অসমের শিলচরস্থিত কাছাড় কেন্দ্রীয় কারাগারের ডিটেনশন ক্যাম্পে ছিল।

রোহিঙ্গা নাগরিকদের ফেরত পাঠানোর সরকারি সিদ্ধান্ত স্থগিত করার দাবিতে বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টে আবেদন জানান। প্রশান্ত ভূষণ তার আবেদনে বলেন, মিয়ানমারের পরিস্থিতি এখন খারাপ। ওদের জীবন রক্ষা করা উচিত।

কিন্তু সরকারপক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, মিয়ানমার মেনে নিয়েছে যে ওরা তাদের নাগরিক। তারা ওদের ফেরত নিতেও প্রস্তুত। দু’দেশের মধ্যে আলোচনার শেষে তাদেরকে অস্থায়ী ভ্রমণের নথি তৈরি করে দেয়া হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারপতির সমন্বিত বেঞ্চ জানায় এসব লোকেরা অবৈধ অভিবাসী এটা স্পষ্ট। তাদের দেশ ওদেরকে ফেরত নিতে চেয়েছে। সেজন্য ওই বিষয়ে হস্তক্ষেপ করার প্রয়োজন নেই।

সুপ্রিম কোর্টের ওই সিদ্ধান্তের পরে এবার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোয় আর কোনো বাধা থাকলো না বলে বিশ্লেষকরা মনে করছেন।

এদিকে, মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি ওই ঘটনাকে শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। ভারত আগেও তিব্বত, শ্রীলঙ্কাসহ অন্য দেশের শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে বলেও তিনি বলেন। ওয়াইসি বলেন, যারা জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের আসন নিতে চায় তারা কীভাবে এ ধরণের সিদ্ধান্ত নিতে পারে?

অন্যদিকে, বিজেপি নেতা সুব্রমনিয়াম স্বামী বলেছেন, সমস্ত রোহিঙ্গাদের জাহাজ ভর্তি করে ফেরত পাঠানো উচিত। কারণ, তারা ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। পার্সটুডে

captcha