IQNA

ইমাম মাহদীর জন্য প্রতীক্ষা করা ওয়াজিব

15:02 - April 29, 2018
সংবাদ: 2605631
ইমাম জাওয়াদ(আ.) বলেছেন, আমাদের কায়েম হচ্ছেন সেই মাহদী যার অন্তর্দানের সময়ে তার অপেক্ষা এবং আবির্ভাবের পর তার আনুগত্য করা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মহানবী থেকে শুরু করে সকল ইমামগণ ইমাম মাহদীর জন্য প্রতীক্ষাকে সর্বত্তম আমল, ইবাদত এবং ওয়াজিব তথা ফরজ বলে আক্ষায়িত করেছেন।

আব্দুল আজিম হাসানি বলেন: আমি ইমাম জাওয়াদের কাছে প্রশ্ন করার পূর্ব্ তিনি আমাকে বললেন, হে আবুল কাসেম!আমাদের কায়েম হচ্ছেন সেই মাহদী যার অন্তর্দানের সময়ে তার অপেক্ষা এবং আবির্ভাবের পর তার আনুগত্য করা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব।

সে হচ্ছে আমার তৃতীয় বংশধর, সেই রাসূলের শপথ যাকে আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেছেন, কিয়ামত অনুষ্ঠিত হতে যদি একদিনও বাকি থাকে তাহলে মহান আল্লাহ ঐ দিনকে এত বেশী দীর্ঘয়ীত করবেন যে, কায়েমে আলে মোহাম্মাদ আবির্ভূত হবেন এবং দুনিয়াকে ন্যায় নীতিতে পরিপূর্ণ করবেন। কামালুদ্দীন ২য় খন্ড, পৃ: ৩৭৭। শাবিস্তান

 

captcha