IQNA

দুই ভাষায় অনুবাদসহ কুরআন হেফজ করল মিশরের দৃষ্টি প্রতিবন্ধী শিশু

9:04 - April 03, 2018
সংবাদ: 2605420
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের দৃষ্টি প্রতিবন্ধী শিশু ইংরেজি এবং ফরাসি অনুবাদসহ সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।


বার্তা সংস্থা ইকনা: মিশরের দৃষ্টি প্রতিবন্ধী শিশু "আবদুল্লাহ আম্মার মোহাম্মদ আল-সাইয়্যেদ" ইংরেজি এবং ফরাসি অনুবাদসহ সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।
আব্দুল্লাহ আম্মার পবিত্র কুরআনের পৃষ্ঠা অনুযায়ী আয়াত মুখস্থ করেছেন। অর্থাৎ পবিত্র কুরআনের কোন পৃষ্ঠায় কোন সূরা এবং কত নম্বর আয়াত রয়েছে তিনি তা নির্দ্বিধায় বলতে পারেন।
তিনি তার পিতার অনুপ্রেরণা এবং দুই জন প্রাইভেট শিক্ষকের সাহায্য ইংরেজি এবং ফরাসিয় পবিত্র কুরআনের অনুবাদও মুখস্থ করেছেন।
মিশরে অনুষ্ঠিত ২৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সেদেশের এডাউমেন্ট মন্ত্রী "মুহাম্মাদ মুখতার জুময়া" এই শিশুটিকে সম্মানিত করেছে।
এছাড়াও আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাইখ "ড. আহমদ তৈয়ব" দুই বছর পূর্বে বলেছেন, এই শিশুর পিএইচডি পর্যন্ত অধ্যয়নের সকল খচর আমি বহন করব।
iqna

 

captcha