IQNA

হাদিসের আলোকে ইসলামী বিপ্লব

0:57 - February 07, 2018
সংবাদ: 2604989
প্রাচ্যে ইসলামী বিপ্লব সম্পর্কে মাসূম ইমামগণ থেকে বহু হাদিস বর্ণিত হয়েছে, আলোকোজ্জ্বল ১০ প্রভাত উপলক্ষে তার কিছু নিম্নে উল্লেখ করা হল।

 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন, প্রাচ্যের কিছু লোক কিয়াম বা বিপ্লব করবে এবং ইমাম মাহদীর রাষ্ট্রের প্রেক্ষাপট রচনা করবে।

অনুরূপভাবে তিনি আরও বলেছেন: বেহেশত প্রাচ্যের ভূখণ্ডে অবস্থিত।

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, উমাইয়্যা এবং আব্বাসীয়রা হুকুমত করবে এবং তারা অনেক খুন খারাবি করবে। কিন্তু তারা যতই অত্যাচার করুক না কেন শেষ পর্যন্ত আমাদের বিজয় চূড়ান্ত হবে। সুতরাং তারা যদি ২ বছর হুকুমত করে আমরা চার বছর হুকুমত করব।

আল মালাহিম ওয়া ফিতান গ্রন্থে আরও বর্ণিত হয়েছে: শেষ জামানায় প্রাচ্য থেকে এমন এক ব্যক্তির আগমন ঘটবে যে, বহু জালিমদের নিধন করে ইমাম মাহদীর হুকুমতের প্রেক্ষাপট রচনা করবে। শাবিস্তান

captcha