IQNA

৩ তালাক নিয়ে ভারতের সংসদে বিল পেশ, 'মৌলিক অধিকার খর্ব' বললেন ওয়াইসি

15:10 - December 28, 2017
সংবাদ: 2604666
আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম নারীদের তাৎক্ষণিক তালাকের বিরুদ্ধে ভারতীয় সংসদে বিল পেশ করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। লোকসভায় ওই বিল পেশ করে তিনি আজকের দিনকে 'ঐতিহাসিক' বলে অভিহিত করেছেন।

৩ তালাক নিয়ে ভারতের সংসদে বিল পেশ, 'মৌলিক অধিকার খর্ব' বললেন ওয়াইসি
বার্তা সংস্থা ইকনা: এদিকে, তালাক নিয়ে নয়া বিলের তীব্র বিরোধিতা করেছেন অল ইন্ডিয়া মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি।


তিনি বলেন, সংসদে তালাক ইস্যুতে আইন তৈরি করার কোনো অধিকার নেই কারণ ওই বিলে সংবিধানের মৌলিক অধিকার হরণ হবে। এটা সংবিধানের ১৫ অনুচ্ছেদের লঙ্ঘন।

তার মতে, তাৎক্ষণিক তালাক নিয়ে সংসদে বিল পেশ করার আগে মানুষের মধ্যে ওই ইস্যুতে বিতর্ক হওয়া প্রয়োজন। নারীদের অধিকার রক্ষায় আগে থেকেই প্রয়োজনীয় আইন থাকায় নয়া আইন আনার কোনো প্রয়োজন নেই। এ ধরণের আইন আনা হলে তা মুসলিম নারীদের প্রতি অবিচার করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

আসাদউদ্দিন ওয়াসি বলেন, এটা কী করে সম্ভব যে, স্বামী কারাগারে থাকবে এবং ভাতা/খোরপোশও দিতে থাকবে? দেশে ২০ লাখ এমন নারী আছেন যাদের স্বামীরা তাদের পরিত্যাগ করেছেন এবং তারা মুসলিম নন, তাদের জন্যও আইন তৈরি করা হোক।

নতুন ওই বিল আইনে পরিণত হলে তাৎক্ষণিক তালাকে তিন বছর পর্যন্ত কারাবাসের পাশাপাশি জরিমানা দিতে হব।

কেরালার মুসলিম লিগ এমপি মুহাম্মদ বাশীর কেন্দ্রীয় সরকারের ওই বিলকে 'সংবিধানের ২৫ অনুচ্ছেদ ও মুসলিম পার্সোনাল ল’ বিরোধী' বলে অভিহিত করেছেন।

বিজেডি এমপি ভর্তৃহরি মহতাব ওই বিলে অপূর্ণতা আছে ও তা পরস্পরবিরোধী বলে অভিহিত করেছেন।

আরজেডি এমপি জয়প্রকাশ যাদব ওই ইস্যুতে মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সঙ্গে পরামর্শ ও ঐক্যমত্যের ওপরে জোর দিয়েছেন। পার্সটুডে

captcha