IQNA

প্রতীক্ষাকারীকে ইমাম মাহদীর সাক্ষাতের জন্য উতালা হতে হবে

14:40 - September 08, 2017
সংবাদ: 2603780
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) ইমাম মাহদীকে দেখার জন্য আগ্রহী ছিলেন। হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আলী(আ.) ইমাম মাহদীর বৈশিষ্ট্য ও পরিচয় বর্ণনা করতে গিয়ে নিজের বুকের দিকে ইশারা করে বলেন: شوقا الی روئیه আমার অন্তরে তাকে দেখার প্রবল আগ্রহ।
প্রতীক্ষাকারীকে ইমাম মাহদীর সাক্ষাতের জন্য উতালা হতে হবে
শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মানুষ যাকে ভালবাসে কেবল তার জন্যই অধির হয়ে অপেক্ষা করে। আমরা যদি সত্যিই ইমাম মাহদীকে ভালবেসে থাকি তাহলে অবশ্যই তার জন্য উতালা হয়ে অপেক্ষা করতে হবে।

মহানবী হযরত মুহাম্মাদ মোস্তফা (সা.) বলেছেন: তোমাদের মধ্যে যে কেহ ইমাম মাহ্‌দীকে পাবে, তাঁর উপর ঈমান আনবে এবং তাঁকে আমার সালাম পৌঁছাবে। (কানযুল উম্মাল)

যেহেতু, হযরত ইমাম মাহদী (আ.) সকল ধর্মের উপর ইসলামকে জয়যুক্ত করার উদ্দেশ্যে, কুরআনের শিক্ষাকে বিশ্বমানবের মাঝে প্রতিষ্ঠা, প্রচার ও সম্প্রসারণের বিরাট দায়িত্ব পালন করবেন এবং অন্যান্য ধর্মের অযৌক্তিকতা ও অসারতা প্রতিপন্ন করে ইসলামের বিজয় নিশ্চিত করবেন সেহেতু, রসূলে মকবুল (সা.), ইমাম মাহদী (আ.) কে সাহায্য করা ও তাঁর আহবানে সাড়া দেওয়াকে প্রত্যেক মুসলমানের উপর ওয়াজেব (অবশ্য কর্তব্য) বলে ঘোষণা করেছেন।

তিনি (সা.) বলেছেন, প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব হবে সর্বতোভাবে ইমাম মাহদীর সাহায্য করা অথবা তাঁর ডাকে সাড়া দেয়া।

মহানবী (সা.) বলেছেন: যখন তোমরা তাঁর সন্ধান পাবে তখন তাঁর হাতে বায়আত গ্রহণ করবে যদি বরফের পাহাড় হামাগুড়ি দিয়েও ডিঙিয়ে যেতে হয়, কেননা তিনি আল্লাহর খলীফা আল-মাহদী।
হযরত মুহাম্মাদ মোস্তফা (সা.) বলেছেন: অতঃপর, আল্লাহতালার খলীফা ইমাম মাহদী আসবেন, তোমরা তাঁর আগমন বার্তা শুনা মাত্রই তাঁর নিকট বায়আত করবে। (মিসবাহ্‌যুজাজা, হাসিয়া ইবনে মাজা, বাব-খরূজুল মাহদী)
captcha