IQNA

পাঞ্জাবের শিক্ষা কেন্দ্রে কুরআন শিক্ষা প্রশিক্ষণের স্বীকৃতি

21:59 - February 13, 2017
সংবাদ: 2602524
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাবের সরকারী স্কুল ও কলেজে কুরআন প্রশিক্ষণের জন্য অনুমোদন দিয়েছে উক্ত প্রদেশের সংসদ।
পাঞ্জাবের শিক্ষা কেন্দ্রে কুরআন শিক্ষা প্রশিক্ষণের স্বীকৃতি

বার্তা সংস্থা ইকনা: রাওয়ালপিন্ডিতে ইরানী সাংস্কৃতিক অ্যাসোসিয়েশন ইকনা'কে জানিয়েছে: পাঞ্জাবের স্থানীয় সংসদ উক্ত প্রদেশের সরকারী স্কুল ও কলেজে পবিত্র কুরআনের অনুবাদ এবং রুখানির অনুমোদন দিয়েছে।

পাক সরকার গত বছর থেকে সেদেশের স্কুল ও কলেজে পবিত্র কুরআনের অনুবাদ এবং তাফসির শিক্ষা চালু করার চেষ্টা করেছিল এবং সেদেশের জনগণ সরকারের এই পদক্ষেপকে সমর্থন করেছে।

অবশ্য কিছু কিছু ধর্মীয় দল এজন্য উদ্বেগ প্রকাশ করেছে। তাদের উদ্বেগের কারণ হচ্ছে তাকফিরি সালাফী এবং চরমপন্থি গ্রুপ এই পদক্ষেপের অপব্যবহার করবে বলে তারা ধারণা করছে। এর মাধ্যমে তারা তাদের বিশেষ ধারণা এবং বিশ্বাসকে শিক্ষার্থীদের মাঝে বিস্তার করব।

বিশেষজ্ঞরা বলছে সরকারের এই পদক্ষেপ অতি মূল্যবান এবং প্রয়োজনীয়।

iqna


captcha