IQNA

মাহদাভি সমাজের দায়িত্ব হচ্ছে সবার অন্তরে আধ্যাত্মিকতা জীবন্ত করা

0:05 - December 04, 2016
সংবাদ: 2602084
একটি আদর্শ সমাজের বৈশিষ্ট্য হচ্ছে ভবিষ্যতের প্রতি আশাবাদী থাকার পাশাপাশি সমাজে আধ্যাত্মিকতা জীবন্ত করা। যারা ইমাম মাহদীর প্রকৃত প্রতীক্ষাকারী তারা ইমামদের শোকে শোক পালন করে আর তাদের খুশিতে খুশি হয়। আর এ জন্যই আমরা ৯ই রবিউল আওয়ালকে ঈদ হিসাবে পালন করি এবং আনন্দ করে থাকি।
মাহদাভি সমাজের দায়িত্ব হচ্ছে সবার অন্তরে আধ্যাত্মিকতা জীবন্ত করা

শাবিস্তানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম রাহিম কারেগার বলেন, আমরা যে একটি ন্যায়পরায়ণ রাষ্ট্রের অপেক্ষায় আছি তা শুধুমাত্র অপেক্ষার মাধ্যমেই বাস্তবায়িত হবে না। বরং তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এবং ইমাম মাহদীর আগমনের পথকে সুগম করতে হবে।
সুতরাং একজন প্রতীক্ষাকারীর দায়িত্ব হচ্ছে সকল প্রকার গোনাহ থেকে দূরে থাকা এবং সকল প্রকার ওয়াজিবকে পালন করা। আমরা যদি আমাদের দায়িত্বকে সঠিকভাবে পালন না করি তাহলে আমরা ইমাম মাহদীর সেই ন্যায়পরায়ণ রাষ্টও দেখতে পাব না।
ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে মু’মিনদের দায়িত্ব হচ্ছে তাকওয়াবান এবং পরহেজগার হওয়া। কেননা ব্যক্তি ও সমাজ যদি পরহেজগার না হয় তাহলে সেই সমাজে ইমাম মাদীর আগমনও সম্ভব নয়।
ইমাম মাহদীর রাষ্ট্র যেহেতু বিশ্বজনীন রাষ্ট্র সুতরাং তার জন্য একটি পাক পবিত্র ও সুন্দর পটভূমির প্রয়োজন। যেখান থেকে তিনি তার রাষ্ট্রের সূচনা করতে পারবেন।
মাহদাভী সমাজের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তা হবে আনন্দ উদ্দীপনায় পরিপূর্ণ। কেননা যে সমাজে কোন আনন্দ ও আশা নেই সে সমাজ কখনোই আদর্শ সমাজ হতে পারে না।


captcha