IQNA

কিভাবে ইমাম মাহদীর (আ.) সন্তুষ্টি অর্জন করা সম্ভব?

0:32 - November 24, 2016
সংবাদ: 2602018
আন্তর্জাতিক ডেস্ক: যেহেতু ইমামে জামান তথা ইমাম মাহদীর (আ.) সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করা সম্ভব; সেহেতু আমাদের প্রত্যেকের জানা উচিত যে, কিভাবে ইমাম মাহদীর (আ.) সন্তুষ্টি অর্জন করা সম্ভব?

কিভাবে ইমাম মাহদীর (আ.) সন্তুষ্টি অর্জন করা সম্ভব?

শাবিস্তানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর (আ.) সন্তুষ্টির মধ্যে সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য নিহিত। আমরা আল্লাহর যথাযথ আনুগত্য ও ইবাদত-বন্দেগীর মাধ্যমে ইমাম মাহদীর (আ.) সন্তুষ্টি অর্জন করতে পারি।

প্রত্যেক মুসলমানের উচিত শরিয়তের বিধি-বিধান তথা ওয়াজিব কর্মসমূহ সম্পাদন এবং হারাম কর্মসমূহ থেকে বিরত থাকা। এমনভাবে চলা উচিত যাতে সঙ্গী-সাথী, আপনজন ও প্রতিবেশীরা সন্তুষ্ট থাকে। অন্তরকে সব ধরনের হিংসা, বিদ্বেষ ও কলুষতা থেকে মুক্ত রাখা, আল্লাহর আদেশ ও নিষেধসমূহ বাস্তব জীবনে যথাযথভাবে আঞ্জাম দেয়া। মানুষ যখন এভাবে খোদামুখী জীবন গড়তে সক্ষম হবে, তখন সে ইমাম মাহদীর (আ.) প্রকৃত অনুসারী ও একনিষ্ঠ ভক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবে। এমতাবস্থায় যখন মানুষের আমলনামা ইমাম মাহদীর (আ.) নিকট উপস্থাপন করা হবে, তখন তিনি সন্তুষ্টচিত্তে মুচকি হাসি দিবেন।

ইমাম জাফর সাদীক (আ.) এক হাদীসে বলেন: প্রতি বৃহস্পতিবার বান্দাদের আমলনামা রাসূল (সা.) ও মাসুম ইমামগণের (আ.) নিকট হাজির করা হয়। (বিহারুল আনওয়ার, খণ্ড ২৩তম, পৃ.৩৪৫)

ইমাম (আ.) অপর একটি হাদীসে বলেন: কেন রাসূলকে (সা.) অসন্তুষ্ট কর? জবাবে বলা হল: কিভাবে রাসূলকে (সা.) অসন্তুষ্ট করা হল। ইমাম (আ.) তোমরা কি জান না যে, প্রত্যেকের কৃত আমল রাসূলের (সা.) সম্মুখে উপস্থাপন করা হয়। তখন যদি তিনি কোন আমলনামায় কারও গুনাহ দেখতে পান মনো:ক্ষুণ্ণ হন। কাজেই গুনাহ সম্পাদনের মাধ্যমে রাসূলকে অসন্তুষ্ট কর না। (উসুলে কাফি, ১ম খণ্ড, পৃ. ২১৯)

ইমাম মাহদীর (আ.) গাইবাতের যুগে তার অনুসারীরা যথাযথ আমল, ইবাদত-বন্দেগী ও ন্যায়ের পথে অটল থাকার মাধ্যমে এবং আত্মশুদ্ধির পথে ইমামের (আ.) সন্তুষ্টি ও নেকদৃষ্টি হাসিল করতে পারে।

ঈমান ও আমল এ দু'টি মানুষের খোদামুখী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইমাম মাহদীর (আ.) সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এ দু'টি স্তম্ভকে শক্তিশালী করা প্রত্যেকের উপর আবশ্যকীয় দায়িত্ব।

captcha