IQNA

পাকিস্তানে শিয়া মসজিদে বোমা হামলা: নিহত ১ ও আহত ১৫

10:11 - October 18, 2016
সংবাদ: 2601786
আন্তর্জাতিক ডেস্ক: করাচীতে গতকাল (১৭ অক্টোবর) একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণের ফলে এক যুবক নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
পাকিস্তানে শিয়া মসজিদে বোমা হামলা: নিহত ১ ও আহত ১৫
বার্তা সংস্থা ইকনা: করাচীর পুলিশ প্রধান 'মোস্তাক মাহের' বলেন: মোটরসাইকেল আরোহী দুই সন্ত্রাসী করাচীর জনবহুল শহর 'লিয়াকাত আবাদে'র একটি শিয়া মসজিদে শোক মজলিশ চলাকালীন সময় হস্তনির্মিত বোমা হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই হামলার সময় মসজিদের সামনে নারী ও শিশুরা অবস্থান করছিল।

বোমা হামলার ফলে ১৩ বছরের এক যুবক নিহত হয়েছেন এবং ১৫ জন আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

এখনও পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায়ভার গ্রহণ করেনি। বোমা বিস্ফোরণের শব্দ শুনে মসজিদের ভিতরে থাকা আজাদারগণ বাহিরে এসে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। বিক্ষোভের সময় আজাদারগণ সেদেশের সরকারের নিকট মুহররম মাসে শিয়াদের অধিক নিরাপত্তা ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে।

দীর্ঘ কয়েকে বছর যাবত করাচী সহ পাকিস্তানের বিভিন্ন শহরে সন্ত্রাসীরা বর্বরোচিত হামলার ফলে অশান্ত পরিবেশ বিরাজ করছে। পাকিস্তানে কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী লাশকারে জাহানঙ্গু বেশ কয়েকবার শিয়া মুসলমানদের সমাবেশ প্রাণঘাতী হামলা চালিয়েছে।

iqna


captcha