IQNA

এবার ফ্রান্সের 'কর্স' দ্বীপে নিষিদ্ধ হল বুরকিনি

1:17 - September 09, 2016
সংবাদ: 2601539
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের কর্স দ্বীপে বুরকিনি নিষেধাজ্ঞা জন্য 'সিসকো' (কর্স দ্বীপের উপকূলীয় একটি এলাকা) পৌরসভা সেদেশের একটি আদালতে মামলা দায়ের করে। দায়েরকৃত মামলার পক্ষে আদালত রায় ঘোষণার মাধ্যমে আইনগত ভাবে কর্স দ্বীপে মুসলিম নারীদের বুরকিনি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
বার্তা সংস্থা ইকনা: কর্স আদালতের বিচারক বলেন, বুরকিনি জনশৃঙ্খলার বিঘ্ন ঘটায় এবং আইনি ভাবেই এটিকে নিষিদ্ধ করা হল।

গত ২৬ আগস্ট ফরাসী সুপ্রিম কোর্ট সেদেশের ভিলিনিয়াভ লাবেট শহরে বুরকিনি নিষেধাজ্ঞা জারির বিপরীতে রায় ঘোষণা করেছে। রায় ঘোষণা করার পরও ফ্রান্সের অপর ৩০টি সমুদ্র সৈকতবর্তী এলাকায় বুরকিনি ওপর নিষেধাজ্ঞা বহল রয়েছে।

অপর দিক থেকে ফ্রান্সের বিভিন্ন শহরের মেয়র বুরকিনি নিষেধাজ্ঞার জন্য তৎপর রয়েছে এবং বুরকিনি নিষেধাজ্ঞার জন্য যে সকল কাজ করার প্রয়োজন রয়েছে তারা তা অত্যন্ত সক্রিয় ভাবে করছে।

Iqna


captcha