IQNA

কিভাবে সৎ ও নেক সন্তানের অধিকারী হবেন?

20:10 - July 03, 2016
সংবাদ: 2601117
সন্তান সৎ ও নেক হওয়ার অন্যতম শর্ত হচ্ছে সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থা থেকেই কিছু বিধিমালা মেনে চলা। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বর্তমান মুসলিম জাহানের অন্যতম শীর্ষ ফিকাহবিদ ও মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা ওয়াহিদ খোরাসানী।

সৎ ও নেক সন্তান লাভের উপায় সম্পর্কে প্রশ্ন করা হয় বর্তমান মুসলিম জাহানের অন্যতম শীর্ষ ফিকাহবিদ ও মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা ওয়াহিদ খোরাসানী'র নিকট। তিনি এ প্রশ্নের জবাবে কিছু গুরুত্বপূর্ণ ও বিজ্ঞোজনোচিত দিকনির্দেশনা দিয়েছেন। আমরা পাঠকদের জ্ঞাতার্থে উক্ত প্রশ্ন ও সেটির জবাব নিম্নে তুলে ধরছি-

প্রশ্ন: গর্ভবতী মাকে কি কি নিয়ম মেনে চলা উচিত; যাতে তার গর্ভজাত সন্তান নেক, সৎ ও খোদাভীরু হয়?

উত্তর: গর্ভবতী মা'র উপর অনেকাংশে নির্ভর করে যে, তার ভবিষ্যত সন্তান কেমন হবে। অর্থাৎ সন্তান যখন মায়ের গর্ভে থাকে, তখন ভ্রুণ অবস্থা থেকেই মায়ের যাবতীয় আমল ও আখলাক গর্ভে থাকা সন্তানের উপর বিশেষ প্রভাব বিস্তার করে। তাই এক্ষেত্রে গর্ভবতী মায়ের প্রধান কর্তব্য হচ্ছে গুনাহ ও আল্লাহর নাফরমানী থেকে নিজেকে বিরত রাখা। আরও কিছু পালনীয় কর্তব্য এখানে উল্লেখ করছি

১-  আমলগুলো যথাযথভাবে সম্পাদন করা। সন্তান গর্ভে থাকা অবস্থাতেই তার মঙ্গলকামনায় দোয়া করা উচিত।

২- প্রতিদিন পবিত্র কুরআন তেলাওয়াত করা

৩- প্রতিদিন ফজরের নামাযের পর এবং রাতে ঘুমানোর পূর্বে ১১ বার সূরা এখলাস পাঠ করা এবং তার সওয়াব ইমাম মাহদীর (আ.) প্রতি হাদিয়া করা

৪- প্রতিদিন সকালে দোয়া-এ-আহাদ পাঠ করা এবং

৫- যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করা; এবং প্রতিদিনের সওয়াব ১৪ মাসুমগণের মধ্যে এক এক জনের প্রতি হাদিয়া করা উত্তম।

captcha