IQNA

তেহরানের জুমার নামাজের খতিব

ইরান আলোচনায় কাউকে মুক্তিপণ দেয় না

20:41 - June 10, 2022
সংবাদ: 3471968
তেহরান (ইকনা): তেহরানের জুমার নামাজের দ্বিতীয় খুতবায় আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমদ খাতামি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নরসের ইরানবিরোধী প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন: যারা রেজুলেশন জারি করে তাদের উদ্দেশ্য হলো আলোচনায় ইরানের কাছ থেকে ছাড় পাওয়া, কিন্তু ইসলামী বিপ্লব কাউকে মুক্তিপণ দেয় না এবং অত্যাচারীর মুখে চপটাঘাত করে।         
জুমার খুতবায় তিনি বলেন: সর্বক্ষেত্রে তাকওয়া আছে; ব্যক্তিক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, রাজনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে তাকওয়া রয়েছে। মু'মিনগণ তাকওয়ার মাধ্যমে তাদের জীবন পরিচালনা করেন।        
 
 
তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, ইরানের বিরুদ্ধে নির্বাহী পরিষদে গৃহীত প্রস্তাবের উদ্দেশ্য আলোচনায় ছাড় আদায় করা।
 
গতকাল ইউরোপের তিন দেশ এবং আমেরিকার ইরান বিরোধী প্রস্তাব আইএইএ'র নির্বাহী পরিষদে গৃহীত হয়েছে। রাশিয়া এবং চীনের ব্যাপক বিরোধিতা সত্ত্বেও ওই প্রস্তাব পাস হয়। ৩০ টি দেশ প্রস্তাবের পক্ষে এবং ভারত, লিবিয়া এবং পাকিস্তান ভোট প্রদানে বিরত ছিল।
 
প্রস্তাব পাসের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আইএইএ'র মহাসচিব তড়িঘড়ি করে যে ভারসাম্যহীন প্রতিবেদন পেশ করেছেন তা ইহুদিবাদী ইসরাইলের মিথ্যাচারের ভিত্তিতে রচিত। ইরান-বিরোধী ওই প্রস্তাব পাসের ফলে সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতার বিষয়টি দুর্বল হওয়া ছাড়া কিছুই অর্জিত হবে না।
 
জুমার খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমদ খাতামি আরও বলেন: আইএইএ'র মহাসচিব এই প্রস্তাব পাস করার আগে ইসরাইলের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন। তা থেকে স্পষ্টই বোঝা যায় এই প্রস্তাব ইসরাইলের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেইে উত্থাপন ও পাস করা হয়েছে।
 
বিশিষ্ট এই আলেম আরও বলেন: ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে আইএইএ'র প্রতিবেদন যেহেতু ইসরাইলের দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে সুতরাং ওই প্রতিবেদন কোনোভাবেই নিরপেক্ষ নয় পুরোপুরি পক্ষপাতদুষ্ট।
 
জুমার খতিব বলেন: আইএইএ'র ইরান-বিরোধী প্রস্তাব পাসের উদ্দেশ্য পরমাণু আলোচনায় ছাড় আদায় করা। ইরানের শত্রুরা বিগত ৪০ বছর ধরে এই জাতিকে পরীক্ষা করে দেখেছে। তারা জানে ইরান কাউকে অন্যায্য ছাড় দেয় না বরং বলদর্পিদের চপেটাঘাত করে।  iqna
captcha